বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৮:৩০:০৩

নিজেদের রাগী হেডস্যার সম্পর্কে মুখ খুললেন মাহমুদুল্লাহ

নিজেদের রাগী হেডস্যার সম্পর্কে মুখ খুললেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: শিরোনামে ‘হেডস্যার’ শব্দটি দেখে নিশ্চয় হয়তো মনে করছেন নিউজটি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের প্রাইমারি কিংবা হাইস্কুলের কোন মজার ঘটনা নিয়ে তৈরি হয়েছে। কিন্তু না, এই হেডস্যার আসলে কোনস্ কুলের নয়। বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হাতুরুসিংহের কথা। হাতুরুসিংহ বরাবরই একটু রাগী ধরণের মানুষ। যা দলের খেলোয়াড়ররা বিশ্বকাপ আসরেই টের পেয়েছিলেন। সেবার দর পছন্দ না হওয়ায় বেজায় চটেছিলেন তিনি। অবশ্য এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) তোপের মুখেও পড়তে হয় তাকে। হেডস্যার যেমনটা হয় হাতুরুসিংহ ঠিক তেমনটা শুধু বিশ্বকাপই নয়, এমনিতেও বেশ রাগি মাশরাফি বিন মুর্তজাদের হেডস্যার। ছেলেদের উপর এটা প্রয়োগ করতেও পিছুপা নন তিনি। সয়ে গেছে ক্রিকেটারদেরও। তবে এটাকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন তারা। যেমন মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন, এটা কোচের একটি গুণ। এ বিষয়ে রিয়াদ বললেন, ‘কোচ খুব রাগী, কিন্তু যা বলেন সামনাসামনি বলেন। এটা খুব ভালো একটা গুণ। খেলোয়াড় যে-ই হোক না কেন, ভুল করলে কোচ সেটা ধরিয়ে দেন। কেউ ভালো করলে সবার সামনেই প্রশংসা করেন, এটা সবাইকে অনুপ্রেরণা দেয়।’ বলে রাখা ভালো, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল কোচের মধ্যে অন্যতম সেরা কোচ হাতুরুসিংহে। তার কোচিংয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা, প্রথমবারের মতো ভারত-পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ দল। সূত্র: কালের কণ্ঠ ৪ঠা, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে