জিম্বাবুয়ের বিপক্ষে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ আসর থেকে কাঁধে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েন এনামুল হক বিজয়। তারপর থেকে জাতীয় দলের হলে নিয়মিত পারফরমেন্স করছেন সৌম্য সরকার। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে তামিম-সৌম্যর ওপেনিং রসায়ন জমে উঠেছে। কিন্তু ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ক্যাম্প শুরু হলেও এরই মধ্যে চোটে পড়েছেন সৌম্য সরকার। প্রথম দিনের অনুশীলনেই বাম পাজরে ব্যথা পেয়েছেন তিনি। তাই বরা যায় জিম্বাবুয়ে সিরিজে এখন তার খেলাটা অনেকটাই অনিশ্চিত।
পাজরে ব্যথা পাওয়া বুধবার সকালে অ্যাপোলো হাসপাতালে এমআরআই করানো হয়েছে। তাতে অবশ্য খুব বেশি সুখবর নেই। চিকিৎসক না খেলারই পরামর্শ দিয়েছিলেন। এমআরআই রিপোর্ট ইতিবাচক না আসলেও সৌম্য নিজেই কোচের সামনে ব্যাটিংয়ের একটু ইচ্ছা পোষণ করেছেন। এমনটিই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী।
তবে পরীক্ষামূলক ব্যাটিং করারও পক্ষে নন চিকিৎসকরা। সেক্ষেত্রে চোটের মাত্রা বেড়ে গেলে জিম্বাবুয়ে সিরিজ তো বটেই বিপিএলে খেলাটাও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সৌম্যের জন্য।
সম্প্রতি ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর করেছেন সৌম্য। সেখানে খুব বেশি নৈপুণ্য দেখাতে না পারলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে জিম্বাবুয়ে সিরিজে তাকে রাখতে চেয়েছিলেন।
৪ঠা, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ