সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৫২:২৩

সাকিব বিশ্রামে যাবেন শুনেই যা বললেন আকরাম খান

সাকিব বিশ্রামে যাবেন শুনেই যা বললেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক: টেস্ট থেকে সাকিবের অর্ধ-বছরের বিশ্রাম চাওয়ার বিষয়টি প্রথমে সামনে আনে ক্রিকেট সংবাদের ওয়েবসাইট ক্রিকবাজ।  বিসিবি কর্তাদের বরাতে খবর দেয় তারা।  পরে রোববার দিনভর সাকিব বা বোর্ডের তরফ থেকে চিঠির খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।  খানিকটা ধোঁয়াশাও ছিল তাই।

শেষপর্যন্ত বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিশ্রামের বিষয়ে সাকিবের চিঠি দেওয়ার কথা গণমাধ্যমে নিশ্চিত করার পর ধোঁয়াশাটুকু কেটেছে।  অপেক্ষা চিঠির পর বিসিবির আনুষ্ঠানিক পদক্ষেপ জানার।  অবশ্য বোর্ড দেশসেরা পারফর্মারের গুরুত্বপূর্ণ এই ইস্যুতে চুলচেরা আলোচনা সেরেই চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক বক্তব্য জানাতে আগ্রহী।

আসছে ১৬ তারিখে সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উড়াল দেবে বাংলাদেশ দল।  সফরের শুরুর ভাগে থাকছে দুই টেস্টের সিরিজ।  সাকিবের চাওয়া পুরো পূর্ণ না হলেও, সূত্রমতে প্রোটিয়া সিরিজের টেস্টে তার না থাকা এখন অনেকটাই আনুষ্ঠানিক ঘোষণা দূরত্বে।  কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ম্যাচসেরা তিনি।  আগামী নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেই তাকে আবারও দলে চায় বোর্ড।

সাউথ আফ্রিকা সফরেই বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাকিবের।  চলতি বছর ব্যাটে-বলে উড়ছে তিনি। এবছর ৭ টেস্টে ৬৬৫ রান করার পাশাপাশি ২৯টি উইকেটও নিয়েছেন।  আগামী ৬ মাসে বাংলাদেশের আর মাত্র ৪টি টেস্ট খেলার কথা, তাতে সংগ্রহগুলো আরও বাড়িয়ে নেয়ার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে।  সেখানে উল্টো স্বেচ্ছা বিশ্রাম।

সাকিবের মত বছরভর বিশ্বের ফ্রাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়ানো পেশাদার একজন ক্রিকেটার এই দুটি-চারটি টেস্টে না খেলে কতটুকু বিশ্রাম পাবেন সেটাও অবশ্য এখন বড় বিস্ময়ের জিজ্ঞাসা।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে