সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩৭:৪৫

সিপিএল খেলে কি নিয়ে দেশে আসলেন মাহমুদউল্লাহ রিয়াদ?

 সিপিএল খেলে কি নিয়ে দেশে আসলেন মাহমুদউল্লাহ রিয়াদ?

স্পোর্টস ডেস্ক: ত্রিনবাগো নাইট রাইডার্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরের। আর সিপিএল শেষ করে ঢাকায় ফিরেছেন টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশি তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দেশে ফেরার খবর জানান জাতীয় দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটার। মানুষ জানতে চায় সিপিএল খেলে কি নিয়ে দেশে আসলেন মাহমুদউল্লাহ রিয়াদ?

ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সুস্থভাবে পৌঁছাতে পেরেছি।’

সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে অংশ নেন মাহমুদউল্লাহ। এবারের আসরে জ্যামাইকার হয়ে পাঁচ ম্যাচে মাঠে নেমেছেন ডানহাতি এই অলরাউন্ডার।

পাঁচ ম্যাচে ব্যাট হাতে ১১ রান করার পাশপাশি বল হাতে নিয়েছেন তিন উইকেট। আর তার দল বিদায় নেয় এলিমিনেটর ম্যাচে হেরে। রিয়াদ নির্দিষ্ট অর্থ চুক্তিতে সেখানে যান। তবে কত টাকা নিয়ে তিনি  দেশে এলেন সেটা পরে ঠিকই জানা যাবে।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে