সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ০১:৫৮:৩৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা আজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা আজ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হবে সোমবার। অস্ট্রেলিয়া সিরিজে খেলা দলটিতে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। ক্রিকেট পাড়ায় গুঞ্জন টেস্ট ক্রিকেট থেকে ছয়মাসের ছুটি চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বিষয়ে এখনো বিসিবির পক্ষে থেকেও করা হয়নি কোনো মন্তব্য। সবশেষ পাঁচ টেস্ট সিরিজের তিনটিতে ড্র। জয় পেয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মত দলগুলোর বিপক্ষে। এবারের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের রেশ না কাটতেই শুরু হয়ে গেছে প্রোটিয়া সিরিজের প্রস্তুতি। রণকৌশল সাজাতে ব্যস্ত টিম ম্যানেজম্যান্ট। দক্ষিণ আফ্রিকায় কারা যাচ্ছেন এ নিয়েও আলোচনার শেষ নেই।

চট্টগ্রাম টেস্ট হারের পর অধিনায়ক মুশফিক ও বোর্ড সভাপতির পাল্টাপাল্টি মন্তব্যে গেলো কয়েকদিন বেশ উত্তপ্ত ছিলো ক্রিকেটাঙ্গন। তার সঙ্গে এবার গুঞ্জন টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রামে যেতে চেয়েছেন সাকিব আল হাসান। যদিও এখনো বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। সাকিব যদি শেষ পর্যন্ত যদি না যায়। এতে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের সবচেয়ে সফল বোলারকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।

সাকিবের শূন্যস্থান পূরণে দলে ফিরতে পারেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। মোসাদ্দেক সৈকত চোখের সমস্যা থেকে এখনো সম্পূর্ণ সেরে না ওঠায়, রিয়াদই একমাত্র ভরসা হতে পারে দলের মিডলঅর্ডারের। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় টিম ম্যানেজম্যান্টের ভাবনায় পাঁচ পেসার নেওয়ার বিষয়টিও আছে। তাই যদি হয় তাহলে মোস্তাফিজ-তাসকিন-শফিউলের সঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা রুবেল ও কামরুল ইসলাম রাব্বির।

সে ক্ষেত্রে দলের বাইরে যেতে হবে তাইজুলকে। আর টপ অর্ডারে তামিমের সঙ্গী হয়ে দলে ফেরার সম্ভাবনা এনামুল হক বিজয়ের। কম্বিনেশনের কারণেই ইমরুলের পরিবর্তে দলে ফেরার প্রহর গুনছেন তিনি। আর নিউজিল্যান্ডের কন্ডিশনের সফলতার ইতিহাসে এ যাত্রায় দলে টিকে যাবেন সৌম্য সরকার। এছাড়াও সবশেষ সিরিজে খেলা মুমিনুল, নাসিরের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন মেহেদি মিরাজ।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে