সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ০২:০৮:১৫

বিপিএলে নতুন নামে যোগ দিলো এই দল

 বিপিএলে নতুন নামে যোগ দিলো এই দল

স্পোর্টস ডেস্ক: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল বিপিএলের নতুন দল সিলেট সিক্সার্স। বিপিএলে নতুন নামে যোগ দিলো এই দল।  অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিক্সার্সের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আইকন প্লেয়ার সাব্বির রহমান আসবেন আগেই জানানো হয়েছিল। চমক হিসেবে হাজির হলেন বাংলাদেশ দলের আরেক তারকা নাসির হোসেন। এ দুজনের কারণে অনুষ্ঠানস্থল ও বাইরে ছিল ক্রিকেটপ্রেমীদের উপচে পড়া ভিড়। সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রবিবার আত্মপ্রকাশ করল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন দল সিলেট সিক্সার্স।

‘লাগলে বাড়ি বাউন্ডারি’ স্লোগানে গতকাল বিকেলে সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজন করা হয় সিলেট সিক্সার্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান। এতে দলের দুই তারকা খেলোয়াড় ছাড়াও হাজির হয়েছিলেন সিলেট সিক্সার্সের উপদেষ্টা গাজী আশরাফ হোসেন লিপু, দলের পরিচালক ফারুক আহমদ, দলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিক্সার্সের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ভাইস চেয়ারম্যান ও দলের স্পন্সর প্রতিষ্ঠান গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের উপদেষ্টা নাসির আহমদ চৌধুরী, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘নিশ্চতভাবে আগামী তিন বছর দলটি চলবে—এ কথা বলতে পারি। ’

সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত বলেন, ‘বিপিএলের আগের আসরগুলোতে সিলেটের নামে দল ছিল। কিন্তু তার সঙ্গে সিলেটের স্থানীয়দের সম্পৃক্ততা না থাকায় তা সিলেটিদের আবেগকে স্পর্শ করতে পারেনি। এবার প্রথমবারের মতো সিলেটিদের সম্পৃক্ততায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবে সিলেটের দল।
আমরা প্রত্যাশা করছি, এবার দর্শকরা আবেগের জায়গা থেকে আরো বেশি সমর্থন দেবে দলকে। ’ দলের আইকন প্লেয়ার সাব্বির রহমান জানান, ‘সিলেটের হয়ে খেলতে পেরে আমি গর্ববোধ করছি। আরেক তারকা খেলোয়াড় নাসির হোসেন বলেন, ‘আমার মনে হয়, আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারব। ’
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে