সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৫৪:০০

আট মিনিটে দুই গোল খেয়ে পিছিয়ে বাংলাদেশ

আট মিনিটে দুই গোল খেয়ে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা বহু মাত্রিক। কিক অফের পরেই তার প্রমান মিললো। শুরু থেকেই কোরিয়ার সঙ্গে সমান তালে খেলতে চেষ্টা করে সানজিদা-কৃষ্ণারা। বিপত্তিটা ঘটে সেখানেই।

থাইল্যান্ডের চুনবুরি স্টেডিয়ামে কোরিয়ার লম্বা চওড়া মেয়েদের বিপক্ষে কুলিয়ে উঠতে না পেরে পাঁচ মিনিটের মাথায় গোল খেয়ে বসে বাংলাদেশ। পার্ক ইয়াং গংয়ের কর্নারে গোল করেন কিম কং ইয়ং। ৮ম মিনিটে ডিফেন্ডারদের ভুল বুঝাবুঝিতে দ্বিতীয় গোল করেন কিম কং।

নারী ফুটবল-ঐতিহ্যে অনেক এগিয়ে উত্তর কোরিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া জাতীয় নারী ফুটবল দলের অবস্থান ১০ নম্বর। বাংলাদেশের ১০৬। চারবার বিশ্বকাপে খেলেছে উত্তর কোরিয়া; এশিয়ান কাপ ও এশিয়ান গেমসেও তিনবারের চ্যাম্পিয়ন।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টেও উত্তর কোরিয়া দুবারের চ্যাম্পিয়ন ও তিনবারের রানার্সআপ। আর বাংলাশে এই প্রতিযোগিতায় খেলছে মাত্র দ্বিতীয়বারের মতো। বাছাইপর্ব পেরিয়ে এবারই প্রথম। সবকিছু মিলিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা আকাশ-পাতাল।

অসম প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের দুই ঘণ্টা আগেই চুনবুরি স্টেডিয়ামে এসে পৌঁছায় বাংলাদেশের মেয়েরা। মাঠে এসে খালি পায়ে পরিদর্শনে নেমে পড়েন সানজিদা-কৃষ্ণারা।

বাংলাদেশ দল: রুকসানা (গোলরক্ষক), শিউলি আজিম, সামসুন্নাহার, নার্গিস আক্তার, মাসুরা পারভিন, সানজিদা, মৌসুমি, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, আখি খাতুন।

এমটিনউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে