বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ১০:৩২:২৮

শেন ওয়ার্নের যাদুকরি সেই ডেলিভারির মতো বল করলেন ইয়াসির

শেন ওয়ার্নের যাদুকরি সেই ডেলিভারির মতো বল করলেন ইয়াসির

স্পোর্টস ডেস্ক: আজ থেকে ২২ বছর আগে ওল্ড ট্র্যাফোর্ডে এক যাদুকরি ডেলিভারি দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন। ১৯৯৩ সালে অ্যাশেজ সিরিজে ইংলিশ ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে সেই বলে আউট করেছিলেন তিনি। শেন ওয়ার্নের সেই ডেলিভারিটি ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছে ‘শতাব্দীর সেরা বল’ নামে। গতকাল অনেকটা সে ধরনেরই দুর্দান্ত এক ডেলিভারি করলেন পাকিস্তানি লেগ স্পিনার। সাজঘরে ফেরালেন আরেক ইংলিশ ব্যাটসম্যান সামিত প্যাটেলকে। ক্যারিয়ারের শুরুর দিকেই ইয়াসির তাঁর বোলিংয়ে মুগ্ধ করেছেন সর্বকালের সেরা লেগ স্পিনারটিকে। গত বিশ্বকাপে ওয়ার্ন একদফা ইয়াসিরের সঙ্গে কথা বলেছেন। লুপ্তপ্রায় ক্ল্যাসিকাল লেগ স্পিন শিল্পটাকে নতুন সম্ভাবনা নিয়ে জাগিয়ে তোলার সম্ভাবনা তিনি দেখছেন ইয়াসিরের মধ্যে। শারজা টেস্টের আগেও আরও একবার ইয়াসিরকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন ওয়ার্ন। একসঙ্গে নেটে বল করার প্রস্তাবও দিয়েছিলেন। নেটে ওয়ার্ন-ইয়াসিরের সেই যুগলবন্দী পরই এই টেস্টে ওয়ার্নের দুই দশক আগের সেই জাদু। এবারও লেগ স্টাম্পের লাইনে বল পড়ে চকিত বাঁক নিয়ে আঘাত হানল অফ স্টাম্পে। প্যাটেল রীতিমতো বোকা বনে গেলেন। একটুতেই অতীতের বড় কোনো কীর্তির সঙ্গে মিল খুঁজে পাওয়ার এই যুগে ইয়াসিরের ডেলিভারিটি আসলেই সেই মর্যাদা পাওয়ার যোগ্য কি না, তা নিয়ে সন্দেহ করতে পারেন। তবে খোদ অস্ট্রেলিয়ারই ফক্স স্পোর্টস শিরোনাম করেছে: ওয়ার্নের বল অব দ্য সেঞ্চুরির মতোই এক ডেলিভারিতে ইয়াসির ক্লিন বোল্ড করলেন প্যাটেলকে। সূত্র: ফক্স স্পোর্টস। ৪ঠা, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে