বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ১০:৪৮:০৩

টাইগারদের রান পাহাড়ের কাছে জিম্বাবুয়ের অসহায় আত্মসমর্পন

টাইগারদের রান পাহাড়ের কাছে জিম্বাবুয়ের অসহায় আত্মসমর্পন

স্পোর্টস ডেস্ক: একদিকে ঘরের মাঠে কড়া নাড়ছে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ওয়ানডে ও টি-২০ সিরিজ। অন্যদিকে টাইগারদের ‘এ’ দল জিম্বাবুয়ের মাটিতে খেলছে সে দেশের ‘এ’ দলের বিরুদ্ধে। তবে সেখানে দাপটের সঙ্গেই খেলছে জুনিয়র টাইগার টিম। আজ জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই দাপটের সাথে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার হারারে স্পোর্টিং ক্লাবে ৩৬ রানের জয় তুলে নেয়। বাংলাদেশের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নয় উইকেটে ২৪৬ রানেই থামতে হয়েছে জিম্বাবুয়েকে। তাইজুল ইসলাম ও মুক্তার আলি প্রত্যেকে দুইটি করে উইকেট তুলে নিয়েছেন। ব্যাট হাতে ওপেনার ব্রায়ান চেরি সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন। অধিনায়ক তিনোতেন্ডা মুটোম্বোদজি ও গডউইল মামিহো যথাক্রমে ৫৭ ও ৪৬ করেন। এর আগে টসে জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে ‘এ’ দল। মোহাম্মদ মিঠুনের ৬৬ ও মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৫০ রানে চড়ে ব্যাট হাতে ছয় উইকেটে ২৮২ রান তোলে বাংলাদেশ। সৈকত-মিঠুন ছাড়াও ওপেনার সাদমান ইসলাম ৪৭ রানের ইনিংস খেলেছেন। জিম্বাবুয়ের পক্ষে ডোনাল্ড তিরিপন তিন উইকেট তুলে নিয়েছেন। প্রসঙ্গত,সিরিজের প্রথম ম্যাচে ১৩৮ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার। ৪ঠা, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে