‘আমি টি-২০ খেলতে পারি কিনা বিপিএলে দেখিয়ে দেব’
স্পোর্টস ডেস্ক: কিছু কিছু খেলোয়াড় রয়েছে মনেহয় যেন তাদের জন্মই হয়েছে টি-২০ খেলার জন্য। যেমন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের শহিদ আফ্রিদি কিংবা দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। এই শ্রেণীর খেলোয়াড়দের মারমুখি ক্রিকেট দেখলে যে কোন ক্রিকেট ভক্তর হয়তো সেটাই মনে হবে। আবার এর উল্টোটাও রয়েছে। এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা মাঝে মাঝে ওয়ানডে ও টেস্ট খেলার জন্যই মনে হয় জন্ম নিয়েছে। যেমন ওয়েস্ট ইন্ডিজের শিব নারায়ন, পাকিস্তানের ইউনুস খান কিংবা বাংলাদেশের মমিনুল হক। তবে এই তালিকায় অনেকেই ইমরুল কায়েসকেও ফেলতে চাই।
বাংলাদেশ দলের অন্যতম সেড়া টেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। বড় দৈর্ঘ্যের ব্যাটসম্যান হলেও টি-টোয়েন্টিতে খেলার ব্যাপারেও আত্মবিশ্বাসী এই ওপেনার।
বুধবার রাজধানীর একটি হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি, থিম সং ও লোগো উন্মোচন অনুষ্ঠান শেষে ইমরুল কায়েস বলেন, ‘আমি টি-টোয়েন্টি পারি কি পারি না, সেটা এবারের বিপিএলের প্রমাণ করার চেষ্টা করবো।’
তবে দল নিয়ে সন্তুষ্ট মাশরাফিবাহিনীর এই সদস্য। বিশেষ করে নিজের দলের বিদেশি ক্রিকেটার নিয়ে খুশী তিনি।
৪ঠা, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ