বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০২:২৮:৪৯

দাদা, তোমার বার্তা পেয়েছি : সৌরভের হুঁশিয়ারিতে শচীন

দাদা, তোমার বার্তা পেয়েছি : সৌরভের হুঁশিয়ারিতে শচীন

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পরে অবসর ভেঙে ফের সবুজ গালিচায় ২২ গজে হাজির তিনি। এসেই শচিনকে মজা করে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি তাকে ওপেন করতে না দেওয়া হয়, তবে প্রথম ফ্লাইট ধরেই কলকাতায় ফিরে আসবেন। বুধবার যার জবাব দিলেন মাস্টার ব্লাস্টার। টুইট করে শচিন লেখেন, ‘দাদা, তোমার বার্তা পেয়েছি। দেখি কী করা যায়! আশা করছি আবার তোমার ব্যাটের ‘সুইট স্পট’ থেকে আবার সেই অফ ড্রাইভগুলো দেখতে পাব।’ প্রশাসক থেকে ময়দানে নেমে মঙ্গলবার বেশ কিছুক্ষণ নেটে গা ঘামান সৌরভ। আগেকার মতোই স্পিনারদের স্টেপ আউট করতে দেখা যায় তাকে। তবে কি ক্রিজে সবাই পুরনো সৌরভকেই দেখতে পাবে? মহারাজ অবশ্য মানতে রাজি হলেন না। বললেন, ‘এটা সম্ভব নয়। বল খেলতে বেশ সময় লাগছে আমার। কিন্তু বেশ মজা পাচ্ছি। তবে আরও অনুশীলন করে দেখতে হবে এখনও হাতে, পায়ে আগের মতো জোর আছে কি না।’ এদিকে ভিসা নিয়ে সমস্যা হচ্ছে ভিভিএস লক্ষ্মণের। এখনও পর্যন্ত ভিসা পাননি তিনি। যা নিয়ে প্রথমে চিন্তিত হলেও পরক্ষণেই হেসে ফেলেন। বলেন, ‘ভিসা পায়নি বলে চিন্তায় রয়েছে লক্ষ্মণ। আমার মনে হয় আমেরিকার দূতাবাস ইচ্ছা করে ওকে দিচ্ছে না। কিন্তু জানি ও যাচ্ছে।’ এর সঙ্গেই যোগ করেন, ‘ব্যাটিং নিয়েও লক্ষ্মণের সঙ্গে কথা হয়েছে। বল কখন ছাড়া হচ্ছে সেটা বুঝতে ওর অসুবিধে হচ্ছে। আসলে এই সমস্যাগুলো থাকবেই। আশা করি আমেরিকায় পৌঁছলে এগুলো কাটিয়ে উঠতে পারব।’ ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে