করিম বেনজিমাকে গ্রেফতার করেছে পুলিশ
স্পোর্টস ডেস্ক : সতীর্থকে অনাকাঙ্খিত মুহূর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার হলেন করিম বেনজিমা। রিয়েল মাদ্রিদ ও ফ্রান্সের এই ফুটবলারকে বুধবার আটক করেছে পুলিশ। জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার ভালবুয়েনাকে অনাকাঙ্খিত মুহূর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগের তদন্তে নেমে এই পদক্ষেপ ফরাসি পুলিশের।
জুন মাসে পুলিশের কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন ভালবুয়েনা। জানান, সঙ্গীর সঙ্গে অনাকাঙ্খিত মুহূর্তের ভিডিও দেখিয়ে দেড় লক্ষ ইউরো (বাংলাদেশী টাকায় ১ কোটি ১৫ লক্ষের কাছাকাছি) দাবি করা হয়। ঘটনার তদন্তে নেমে ফ্রান্সের সাবেক ফুটবলার সিসে–সহ চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পর অবশ্য সিসেকে ছেড়েও দেওয়া হয়। সেই সময়ই বেনজিমার নামও উঠে এসেছিল।
বেনজিমার মতো গুরুত্বপূর্ণ ফুটবলারের গ্রেপ্তারের ঘটনায় কিছুটা বিপাকে রিয়েল। যদিও বেনজিমাকে নিয়ে এরকম বিতর্ক নতুন নয়। নাবালিকা (প্রকাশ অযোগ্য) রাখার দায়ে গতবছর বেনজিমা ও রিবেরির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে গত সপ্তাহে তাকে আটক করেছিল স্পেনের পুলিশ। দ্রুত গতিতে গাড়ি চালানোর দায়ে গত মার্চে বেনজিমার লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছিল স্প্যানিশ পুলিশ।
৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি
�