বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০২:৫৩:০৬

ভারত থেকে টেস্ট সিরিজও জিতে ফিরতে চায় আমলা

ভারত থেকে টেস্ট সিরিজও জিতে ফিরতে চায় আমলা

স্পোর্টস ডেস্ক : সাফল্যের শিখরে থাকলে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর ইতিহাস গড়ার হাতছানি থাকলে তো কোনও কথাই নেই। কিন্তু ওই যে, গায়ে সেরা দলের তকমা থাকায় সুনাম ধরে রাখার একটা চাপ রয়েছে। যতই টোয়েন্টি ২০ কিংবা একদিনের সিরিজ জিতুক, চাপ নিয়েই টেস্ট সিরিজে নামতে হচ্ছে প্রোটিয়াদের। বিপক্ষের চাপ নয়, নিজের সম্মান রক্ষার চাপ। দুই ধরনের ফরম্যাটে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার পর প্রোটিয়াদের লক্ষ্য এবার টেস্ট সিরিজ। হাসিম আমলাদের চোখ এখন ইতিহাস গড়ার দিকেই। ২০০৬ সালের পর বিদেশের মাটিতে সিরিজ হারের নজির নেই। ঐতিহ্য ধরে রাখার জন্য মরিয়া হবেই। যার ছবিটা ধরা পড়ল নেটেই। টেস্ট ম্যাচের আগের দিন অপশনাল প্র্যাকটিস। নেট সেশনে তার কোনও প্রভাব নেই। পুরো ফিট না হওয়া জে পি ডুমিনিও ব্যাট হাতে স্টেন, রাবাদাদের সামনে। পেশাদারিত্বের মোড়কে ‘সিরিয়াস’ অনুশীলন। ভুল শট খেললেই, জুনিয়রদের দিকে ডি’ভিলিয়ার্স, আমলাদের এগিয়ে যাওয়া অন্য ইঙ্গিত দিয়ে গেল। উইকেট নিয়ে কদিন ধরে কতই না হইচই। যতই স্পিনিং উইকেটের ফাঁদ পাতা হোক না কেন, প্রোটিয়া শিবিরের সেদিকে কোনও ভ্রূক্ষেপ নেই। তাদের কাছে ব্যাপারটা এই রকম, এতে আর নতুন কী। নেটের দিকে যাওয়ার পথে উঁকি মারার মতো শুধু বাইশ গজ দর্শন ডেল স্টেনদের। আর হাসিম আমলা তো সরাসরি বলেই গেলেন, ‘আমি আগে যেমন দেখেছি, মোহালির এই উইকেট সেরকম নয়। দেখে মনে হচ্ছে বল কিছুটা ঘুরবে। সব দেশই হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে। দক্ষিণ আফ্রিকা দেশের মাঠে নিশ্চয় স্পিনিং ট্র্যাক তৈরি করবে না। একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি, ঘরের মাঠের সুবিধা নেওয়ার ব্যাপারে কোনও অন্যায় নেই।’ যতই টার্নিং উইকেট হোক না কেন, জোরে বোলারদের ওপরই ভরসা করছে প্রোটিয়া শিবির। আসলে নিজেদের ওটাই যে শক্তি। আমলা বলছিলেন, ‘১৫ বছর ধরে জোরে বোলাররাই আমাদের মূল শক্তি। উপমহাদেশের উইকেটে আমাদের জোরে বোলারদের সাফল্য রয়েছে। জোরে বোলাররাই আমাদের আক্রমণের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে। স্টেন, মরকেল, ফিলান্ডাররা রয়েছে। স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’ আঙুলের চোট না সারায় প্রথম টেস্টে ডুমিনিকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা শিবির। এতে বোলিং অপশন কমে যাচ্ছে। আক্ষেপ রয়েছে প্রোটিয়া অধিনায়কের। তবে মর্নি মরকেলকে পাওয়াতে জোরে বোলিং শক্তি অনেকটাই বেড়ে গেছে। মোহালির উইকেট যা–ই হোক না কেন ৩ জোরে বোলার ও ২ স্পিনার নিয়ে মাঠে নামার ভাবনা দক্ষিণ আফ্রিকা শিবিরে। বিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের দিকে বেশি ফোকাস আমলাদের। সাম্প্রতিককালে টেস্টে ভারতের বিরুদ্ধে সাফল্যের দিক দিয়ে প্রোটিয়া শিবিরে হাসিম আমলার ধারেকাছে কেউ নেই। সাফল্য পেলেও উপমহাদেশের উইকেটে খেলাটা সবসময় চ্যালেঞ্জের মনে করছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। চ্যালেঞ্জ নেওয়ার জন্য তার দল তৈরি বলেও জানিয়েছেন আমলা। শুধু চ্যালেঞ্জ নয়, চাপ নেওয়ার জন্যও তার দল তৈরি। আমলার কথায়, ‘গত ৩ বছর ধরে ১ নম্বর দল হওয়ার চাপ সামলাতে হচ্ছে। তা সত্ত্বেও সবাই ভাল খেলছে। ভারত থেকে সিরিজ জিতে না ফেরার কোনও কারণ দেখছি না।’ সিরিজ শুরুর আগেই সতর্কবার্তা কিন্তু দিয়েই রাখলেন প্রোটিয়া অধিনায়ক। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে