বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৩৮:২৩

বিনামূল্যে বিশ্বকাপের টিকিট, সঙ্গে থাকা ও খাওয়ার ব্যবস্থা

বিনামূল্যে বিশ্বকাপের টিকিট, সঙ্গে থাকা ও খাওয়ার ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক : বিনামূল্যে বিশ্বকাপের টিকিট দেবে রাজ্য সরকার, সঙ্গে থাকা ও খাওয়ার ব্যবস্থা করবেন ভারত সরকার । স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা করছে শিক্ষা দফতর।

যাঁরা অনলাইনে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিটের ব্যবস্থা করতে পারেননি, তাঁদের অনেকেই মাঠে গিয়ে ম্যাচ দেখার আশা করতেই পারেন। কারণ প্রতি ম্যাচের জন্য ৫০০০ ফ্রি টিকিটের ব্যবস্থা করছে রাজ্য সরকার।

সংবাদসংস্থার খবর অনুযায়ী, ''অক্টোবর থেকে শুরু হতে চলা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের যে ম্যাচগুলি সল্টলেক স্টেডিয়ামে খেলা হবে, সেগুলি দেখার জন্য রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে এই ফ্রি পাস বিলি করা হবে'', বলছেন রাজ্য সরকারের এক অফিসার।

প্রতিদিন ২০০০ পাস দেওয়া হবে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের। ৫০০ টিকিট দেওয়া হবে মাদ্রাসা ও পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীদের। এই ছাত্রছাত্রীদের বসার জন্য আলাদা জায়গাও নির্দিষ্ট করে রাখা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তবে কোন কোন ছাত্রছাত্রী এই ফ্রি পাস পাবে, তা ঠিক করার দায়িত্ব থাকবে স্কুল বা কলেজগুলির উপর। এই বিষয়ে নির্দেশিকা চলে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছে।

এছাড়াও পশ্চিমবঙ্গ ক্রীড়া পর্ষদ নিজেদের মতো করে একটি তালিকা বানিয়েছে। যে সব ছাত্রছাত্রী খেলাধুলায় পারদর্শিতা দেখিয়েছে, তাদের নাম থাকছে এই তালিকায়। এদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থাও করবে পর্ষদ। কারণ এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে, যারা জেলা থেকে আসবে, তাদের মধ্যে অনেকের পক্ষেই ম্যাচ দেখে বাড়ি ফেরা সম্ভব নাও হতে পারে। এই ব্যবস্থাও করা হচ্ছে বিনামূল্যে। ফাইনাল ম্যাচ মিলিয়ে মোট ১০টি ম্যাচ খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে