বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৫:২৭:০৭

সে কথা ভুলেননি শেহবাগ!

সে কথা ভুলেননি শেহবাগ!

স্পোর্টস ডেস্ক : তার প্রিয় অধিনায়ক কে? সৌরভ গাঙ্গুলি নাকি মহেন্দ্র সিং ধোনি? না, দুজনের কেউই নন৷ অনিল কুম্বলে তার প্রিয় অধিনায়ক, জানিয়ে দিলেন বীরেন্দ্র শেহবাগ৷ টেস্টে রাহুল দ্রাবিড় দায়িত্ব ছেড়ে দেওয়ার পর, আর্মব্যান্ড নিতে চাননি শচিন৷ দায়িত্ব নেন অনিল কুম্বলে৷ সেই সময় তার কেরিয়ারে কীভাবে নতুন মোড় এসেছিল, সে কথা ভোলেননি শেহবাগ৷ তাই তো মনের কথা বলে ফেললেন অকপটে, ‘সত্যি বলছি, কুম্বলের মতো আমাকে সাহায্য করেনি কেউ৷ ওর মতো প্রতি মুহূর্তে উৎসাহ দেওয়া, আগলে রাখার কাজটাও করেনি কেউ৷ সৌরভ কিংবা ধোনি কেউই এভাবে আমার পাশে থাকেনি৷’ কুম্বলের অধিনায়কত্বে ১৪টি টেস্টে ১৩৫৩ রান করেছিলেন শেহবাগ৷ গড় ছিল ৫৮. ৮২৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রানের দুর্ধর্ষ এক ইনিংস খেলেছিলেন ওই সময়ই৷ শ্রীলঙ্কার মাটিতে হাঁকিয়েছিলেন ২০১ রানের অপরাজিত ইনিংস৷ এমনকি বল হাতেও ভেলকি দেখিয়েছিলেন ওই সময়৷ নিয়েছিলেন ১৫টি উইকেট৷ তবে তার বোলিংয়ে যে আস্থা দেখিয়েছিলেন সৌরভও, সে কথা জানাতে ভোলেননি শেহবাগ৷ বলেছেন, ‘আমাকে অফস্পিনার হিসেবে ব্যবহার করত সৌরভ৷ ও আমাকে দিয়ে ১০ ওভারও বল করিয়েছে৷ তবে আমার প্রাথমিক কাজ ছিল রান করা৷’ ৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে