মাশরাফির নেতৃত্বে আজ মাঠে নামছে বাংলার টাইগাররা
স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মর্তুজা সর্বশেষ মাঠে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে। এরপর অক্টোবরে জাতীয় লিগে খেলার কথা থাকলেও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সে সুযোগ থেকে বঞ্চিত হোন তিনি।
শারীরিক দুর্বলতা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ মাশরাফি। র্দীঘ তিন মাসেরও বেশী সময় পর আবার মাঠে দেখা যাবে তাকে। ক্রিকেট পরিসংখ্যান অনুযায়ী এই তিন মাস সময়কে র্দীঘ সময়ই বলা যায়। কারণ এই সময়টুকুতে ক্রিকেটে না ফেরা মানে অনুশীলন ও মাঠের তাত্ত্বিক জ্ঞান থেকে অনেক দূর পিছিয়ে পড়া।
পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার অধিনায়ক হয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে মাশরাফিকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ৯টায় সফরকারীদের বিপক্ষে একদিনের ম্যাচটি শুরু হবে। মাশরাফি ছাড়াও মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন কুমার দাস, সাব্বির রহমানদের দেখা যাবে ম্যাচে।
প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৭, ৯ ও ১১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
বিসিবি একাদশ : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি মারুফ, জুবায়ের হোসেন, সাঞ্জামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম ও তৌহিদুল ইসলাম রাসেল।
জিম্বাবুয়ে দল : এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুযারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।
৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর