রিয়াদকে প্রায়ই অপমান করতেন তার সাবেক কোচ
স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ উল্লাহ রিয়াদ। বর্তমান বাংলাদেশ জাতীয় দলের নির্ভরতার প্রতীক। গেল বিশ্বকাপে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরির সুবাধে বিশ্ব ক্রিকেট তাকে চিনেছে নতুন করে। তবে সময়টা এত সহজ ছিল না তার জন্য। রিয়াদকে প্রায়ই অনেক খারাপ কথা শুনতে হয়েছে স্বয়ং কোচের কাছ থেকে।
দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের এই সহ-অধিনায়ক জানান, ‘দলের সাবেক অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সের কাছ থেকে প্রায়ই কথা শুনতে হত তাকে। তাছাড়া ব্যাটিংয়ে নামার পূর্বে কোচের কটাক্ষ তো ছিলই।’
তবে অকপটে স্বীকার করলেন অনেক কিছুই শিখেছেন এই কোচের কাছ থেকে।
এ প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘ওটা খারাপ ছিল, জেমিকে বলেও ছিলাম। তবে সত্যি বলতে কি ব্যাটিং কোচ হিসেবে ওকে কৃতিত্ব দেব, অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। এটা স্বীকার না করলে নিজেকে অকৃতজ্ঞ মনে হবে। তবে যে ঘটনার কথা বললেন, সেটা মোটেও কাম্য ছিল না। পরিস্থিতি তখন এমন ছিল যে খুব বেশি কিছু বলারও ছিল না। তাই চেষ্টা করেছি ব্যাট দিয়ে সব কিছুর জবাব দিতে।’
তবে জাতীয় দলে এখন আর আগের মত সেই অবস্থা নেই। সেক্ষেত্রে প্রশংসা করলেন বর্তমান কোচ চান্ডিকা হাতুরুসিংহের। বললেন, ‘চান্ডিকা ভালো করলে সবার সামনেই প্রশংসা করেন। সেটা সবার ক্ষেত্রেই। এই ব্যাপারটি অনেক ভালো। সবাই এতে অনেক অনুপ্রাণিত হয়।’
৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর