ভুল সিদ্ধান্ত নিয়ে মাশরাফিদের জিতিয়ে দিল জিম্বাবুয়ে!
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম লড়াইয়ের আগেই এই ঘটনা। বৃহস্পতিবার সকালে ফতুল্লাহর খান সাহেব স্টেডিয়ামে হাজির হয় দুই দেশের ক্রিকেটাররা। চিন্তার ভাজ ছিল মাশরাফির কপালে। কেননা শুরতেই হারের তকমা এল টাইগার শিবিরে। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটে অপরিপক্ব বলেই এই বিষয়টি এখন তুমুল আলোচনায়।
বাংলাদেশ টসে হেরে যায় জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু হারলেও বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগাম্বুরা। টস জিতে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিত।
কিন্তু জিম্বাবুয়ের সিদ্ধান্তে বাংলাদেশকে শুরুতেই ব্যাটিং করার সুযোগ পায়। জিম্বাবুয়ের একটি ভুল সিদ্ধান্তের মাধ্যমেই শুরু হয়েছে দুই দেশের প্রথম ম্যাচ। ট্যুর ম্যাচ হলেও দুই দেশের ক্রিকেটারদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
বিশেষ করে টাইগারদের জন্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অনিয়মিত খেলোয়াড় ইমরুল কায়েস ও এনামুল হক বিজয় দীর্ঘদিন পর এক সাথে ব্যাট করার সুযোগ পেয়েছেন।
ভালোই খেলছেন তারা। অন্যদিকে শাহরিয়ার নাফিস রয়েছেন। মূল লড়াইয়ের একাদশে যায়গা পাওয়ার জন্য এখানে ভালো কিছু করতে হবে তাদের। শাহরিয়ার নাফিসের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
এর আগে এই ধরনের ম্যাচে রনিকে বারবার সুযোগ দিয়েছে বিসিবি। রনির ব্যর্থতার সাথে এ বিষয়ে ব্যর্থ হয়েছে বিসিবির প্লানও। তাই এবার আর তাকে সুযোগ দেয়নি বিসিবি। যাইহোক এই ম্যাচটির ফলাফল দেখা যাক। এর পরে বিসিবিই উত্তর দিবে ক্রিকেটপ্রেমীদের নানা জিজ্ঞাসার।
৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর