এই কন্ডিশনে শক্তির বিচারে কে এগিয়ে, ইংল্যান্ড না পাকিস্তান?
স্পোর্টস ডেস্ক : মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান ও ইংল্যান্ড। প্রথম দুই টেস্টের ফলাফলে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানকে শেষ পর্যন্ত স্বস্তিতে থাকতে দিল না ইংল্যান্ডের ক্রিকেটাররা।
শেষ টেস্টে জ্বলে ওঠে ইংল্যান্ড। পাকিস্তানের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে শেষ হাসি হাসবে পাকিস্তান।
অন্যথায় দাপট চূর্ণ হবে পাকিস্তানের তবে খর্ব হবে না। পাকিস্তানের বোলাররা চমক দেখাতে না পারলে জয় পাবে ইংল্যান্ড। শক্তির বিচারে কে এগিয়ে, ইংল্যান্ড না পাকিস্তান? এখন এটা দেখার জন্য অপেক্ষা।
এই প্রতিবেদন লেখার সময় স্বাভাবিক বিবেচনায় জয়ের পথে যেন এক পা এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের হাতে রয়েছে ৭ উইকেট। সময় রয়েছে একদিন।
আর জয়ের জন্য দরকার ২৩৩ রান। তবে এই কন্ডিশন হলেও ইংল্যান্ডের পথের কাঁটা এখন পাকিস্তানের বোলাররা।
ইয়াসিরের মত বোলার রয়েছে। অন্যদিকে শোয়েব মালিক বোলিংয়ে দারুণ পারফর্ম করছেন। ইংল্যান্ড জয় পেলে গোটা টেস্ট সিরিজ ড্র হবে। অন্যদিকে পাকিস্তান জয় পেলে ২-০ তে সিরিজ জেতা হবে পাকিস্তানের।
৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�