‘আশরাফুল বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে চিরদিন থাকবে’
স্পোর্টস ডেস্ক: সব কিছু ঠিকঠাক ভাবেই চলছিল। কিন্তু হঠাৎ এক কাল বৈশাখী ঝড় লন্ডভন্ড করে দিয়ে গেল মোহাম্মদ আশরাফুলের জীবনকে। নিষিদ্ধ পথে পা বাড়িয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বহিষ্কৃত হতে হয় তাকে। তার পরও তাকে নিয়ে আশা-ভরসার কমতি নেই ভক্তদের মাঝে। ভক্তরা এখনও স্বপ্ন দেখেন আশরাফুলের গায়ে আবারো জাতীয় দলের জার্সি উঠবে। তিনি আবারো প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে জ্বলে উঠবেন আগের মতই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ আশরাফুলের এক ভক্তের আকুল আবেদন। বিসিবি যাতে জাতীয় দলে তার প্রিয় খেলোয়াড় আশরাফুলকে খেলার সুযোগ করে দেয়।
এমটিনিউজের সম্মানিত পাঠকদের জন্য ওই ভক্তের লেখাটি হুবহু তুলে দেয়া হল।
‘বস মোহাম্মদ_আশরাফুল কখনোই নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। ইমরান খান, হানিফ মোহাম্মদ, সুনিল গাভাস্কার, শচীন টেন্ডুলকারের পরে ক্রিকেটের আরেক লিটল মাস্টার হতে পারতেন। হঠাৎ পা পিছলে ম্যাচ পাতানোর কালো জগতে গিয়েছিলেন। সে শাস্তিও পেয়েছেন। কিন্তু আশরাফুলই প্রথম ম্যাচ পাতাননি। ৯৫ সালে শেন ওয়ার্ন ফিক্সিং করে ধরা পরলেও কিছুই করেনি অস্ট্রেলিয়ান বোর্ড। কারণ তারা জানতো একজন শেন ওয়ার্ন ওয়ান পিসই হয়। ওয়াসিম আকরাম শারজাহতে ফিক্সিং এ জড়িত থাকার প্রমাণ থাকলেও তাকেও আড়াল করে পিসিবি। এবারের বিপিএলে পাকিস্তানের ফিক্সার মোহাম্মদ আমিরও খেলবে চট্টগ্রামের হয়ে। কিন্তু আশরাফুল খেলবে না। জানি অপরাধ করেছে। কিন্তু আমাদেরই দেশের ছেলে। শাস্তিটা কমিয়ে বিপিএলে আশরাফুল কে খেলার সুযোগটা কি দেয়া যেতোনা ? না হোক জাতীয় দল। অন্তত লোকাল লিগে খেলুক। এইটুকু আদর দেয়াই যায় ঘরের ছেলেকে। সিদ্ধান্ত বোর্ডের্। তারা অবশ্যই ভালো বুঝেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য আশরাফুল যা করেছেন ফিক্সিং-এর অভিযোগ দিয়ে সেটাকে মুছা যাবেনা। আজকে বাংলাদেশ দলে এগারো জনই চ্যাম্পিয়ন। ম্যাচ উইনারের অভাব নাই। এখন আছে পুরা ফুলের বাগান। কিন্তু একদিন বাংলাদেশের আশারফুল এই আশরাফুলই ছিল। আশরাফুল বিপিএলে না খেলুক আর কোনদিন মাঠে না নামুক কিন্তু বাংলাদেশ ক্রিকেটের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে একজন আশরাফুল বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে চিরদিন রয়ে যাবেন।।। #MISS_U_BOSS... ’
৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�