বিপিএলে ৩ উপেক্ষিত টাইগার ডাক পেলেন সেই দলে
স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিপিএলে বেশ কয়েকজন দেশি ক্রিকেটার দৃষ্টি কেড়ে নিতে ব্যর্থ হন দল মালিকদের। বিপিএলের দল বাছাই শেষে বেশ আলোচনায় আসে এই প্রসঙ্গ নিয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে গড়ায় এই অভিযোগ। পাপন আশ্বস্ত করেছিলেন যে, তিনি এই বিষয়ে দল মালিকদের সাথে কথা বলে দেখবেন। এবার ঠিকানা খুঁজে পেয়েছেন ৩ টাইগার ক্রিকেটার। তারা হলেন, যুবায়ের আহমদ লিখন, রকিবুল হাসান ও মার্শাল আইয়ূব।
এই ৩ জনই বিপিএলে সাকিবের সতীর্থ হয়েছেন। রংপুর বাইডার্স বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএল টি-টোয়েন্টির আসর হলেও এই ফরমেটে তেমন অভিজ্ঞতা নেই এদের কারোই।
ওয়ানডেতে এক সময় হ্যাটটিক করেছিলেন যুবায়ের। রংপুর দলের স্কোয়াডে বি গ্রেট ক্যাটাগড়িতে তাদের নেয়া হলেও একাদশে সুযোগ পাওয়ার মত ক্রিকেটার কেবল যুবায়ের।
প্রায় দুই ডজন ক্রিকেটার রয়েছেন রংপুর স্কোয়াডে। আর স্কোয়াডে থাকাদের অনেকেই ব্যাট-প্যাড নিয়ে মাঠে নামা থেকে উপেক্ষিত থাকবেন বলে ধারনা করা যায়।
৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর