বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৪:০৩:২২

মাশরাফির পর এবার ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ডেঙ্গু আতঙ্ক

মাশরাফির পর এবার ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ডেঙ্গু আতঙ্ক

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাথে হোম সিরিজের পর আর মাঠে নামা হয়নি মাশরাফির। যেও জাতীয় লিগে নামার জন্য প্রস্তুত হয়েছিলেন তিনি। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় ডেঙ্গু জ্বর। যার কারণে জাতীয় লিগে খেলার স্বপ্নও ফিকে হয়ে যায় তার। মাশরাফির পর এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে হানা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ডেঙ্গু জ্বরের কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়লেন লেগস্পিনার স্যামুয়েল বাদ্রি। তার বদলে দলে ঢুকেছেন আরেক লেগস্পিনার দেবেন্দ্র বিশু। বাদ্রির ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, বাদ্রি ১৫ সদস্যের পূর্ণাঙ্গ দলে ছিলেন। তবে ডেঙ্গু জ্বরের কারণে সে খেলতে পারছেন না। বাদ্রির অনুপস্থিতিতে বেশ ভুগতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজকে। বর্তমানে টি-২০তে শীর্ষ বোলার বাদ্রি। ২০১২ টি-২০ বিশ্বকাপে লঙ্কার মাটিতেই ক্যারিবীয়দের শিরোপা জয়ে অন্যতম ভূমিকা রাখেছিলেন এ ডানহাতি স্পিনার। প্রসঙ্গত, পাল্লেকেলে ও কলম্বোয় আগামী ৯ ও ১২ নভেম্বর দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে