টাইগাররা হতাশ, জয়ের পথে জিম্বাবুয়ে!
স্পোর্টস ডেস্ক : টাইগারদের বিরুদ্ধে অসাধারণ খেলেছে জিম্বাবুয়ে। ফতুল্লাহর খান সাহেব স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই পক্ষ। বাংলাদেশ নিজেদের ব্যাটিং সেসনে ভালোই খেলে। বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার ঝলক দেখান ব্যাট হাতে। মুশফিকুর রহিম দুর্দান্ত ব্যাট করেন।
ওপেনিংয়ে ইমরুল কায়েস ও এনামুল হক বিজয় অর্ধশতক করেন। মুশফিক দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশ জিম্বাবুয়েকে ২৭৮ রানের টার্গেট দেয়। এই রানের টার্গেটে কিন্তু মোটেই দুর্বল নয় জিম্বাবুয়ে। সিবান্দা, আরবিন ও ইউলিয়ামস জ্বলে ওঠেন নিজ দেশের হয়ে। এখন টাইগাররা হতাশ, জয়ের পথে জিম্বাবুয়ে!
আবেগ নয়, মাঠের চিত্রে এবার হতাশ টাইগাররাই। মাত্র দুটি উইকেট হারিয়ে ৩৩ ওভারে ১৭৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের পক্ষে আরবিন ৭৮ ও ইউলিয়ামস ৫৪ রান নিয়ে ব্যাট করছেন এই রিপোর্ট খেলার সময়ে। এ সময় বাংলাদেশের রান ছিল এর চেয়ে কম। অন্যদিকে বাংলাদেশ উইকেট হারায় ৪টি।
ট্যুর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে যেন জয় পাওয়ার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। বাস্তবতাই যেন বলছে যে, এই লড়াইয়ে জয় পেতে যাচ্ছে জিম্বাবুয়ে!
৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�