নাটককে হার মানিয়ে ইংল্যান্ডের সব স্বপ্ন চুরমার করেছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : ধারনার বাইরে থেকেই বিশাল জয় পেয়েছে পাকিস্তান। ইয়াসির শাহর ফের জ্বলে ওঠেন এই ম্যাচে । শেষ ম্যাচে জয় পাওয়ার সুবাধে সিরিজ জয় নিশ্চিত হয়েছে পাকিস্তানের।
ইংল্যান্ড শেষ টেস্ট ম্যাচে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু অবশেষে সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছেন পাকিস্তানের কয়েকজন বোলার। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল মাত্র ২৮৪। ধারনা করা হয়েছিল এই লক্ষ্য তাড়া করা মোটেই কষ্ট সাধ্য হবে না ইংল্যান্ডের জন্য।
দুই দেশের তৃতীয় টেস্টে পাকিস্তানের মালিক ও ইয়াসির শাহর ধূর্ণিতে ধস নামে ইংল্যান্ড শিবিরে। ২৮৪ রানের টার্গেটে খেলতে নেমে শেষ ইনিংসে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া মালিক শেষ ইনিংসে নেন ৩ টি উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া ইয়াসির শেষ ইনিংসে ৩ উইকেট নেন। শুধু শেষ ইনিংসে অন্যদের মধ্যে মধ্যে জুলফিকার দুটি ও রাহাত একটি উইকেট শিকার করেন।
ইংল্যান্ড এর আগের সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়। এবার ৩ টেস্টের সিরিজে মাঠে নামার আগে ইংল্যান্ড বলেছিল, সেটি এখন অতীত। সাফল্য আসবে বলে আশাবাদ ছিল কুকদের কন্ঠে।
কিন্তু দেখা গেল, ২-০ তে সিরিজে হারের স্বাদ নিতে হলো ইংল্যান্ডকে। সম্প্রতি অ্যাসেজের টেস্ট সিরিজ জেতে ইংল্যান্ড। কিন্তু পাকিস্তানের সাথে লড়াইয়ে এসেই হারের স্বাদ নিতে হলো ইংলিশদের। নাটককে হার মানানোর মত কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সব স্বপ্ন চুরমার হয়েছে ইংল্যান্ডের।
পাকিস্তানের এই জয়ের মূল নায়ক ইয়াসির শাহ। শেষ দুটি টেস্টে অংশ নিয়েই ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন তিনি। অন্যদিকে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ হাফিজ।
৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর