সর্বনাশ হয়েছে সৌম্য সরকারের, কাপাল খুলেছে যে টাইগারের
স্পোর্টস ডেস্ক : সৌম্য সরকার আলোচনায় থাকেন বেশ কয়েকদিন ধরে। এ দলের হয়ে ভারত সফরে ব্যর্থ হওয়া সৌম্য সরকার নিজেকে ফিরে পাওয়ার জন্য নেমেছিলেন অনুশীলন মাঠে।
কিন্তু এবার সর্বনাশ হয়েছে সৌম্য সরকারের। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে নামা হবে না তার। শুধু এটাই নয় তার বিপিএল নিয়েও রয়েছে বেশ শঙ্কা।
বিপিলের প্রথম দিকে মাঠে নামতে পারবেন না বাংলাদেশের অন্যতম তারকা ক্রিকেটার সৌম্য সরকার। অনুশীলন মাঠে আহত হন তিনি। পাঁজরের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারবেন না সৌম্য সরকার।
বিসিবির চিকিৎসকরা জানান, তাকে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অন্যদিকে ইমরুল কায়েসের কপাল খুলেছে এই সুযোগে।
সৌম্য সরকার ছিটকে যাওয়ায় ইমরুলকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইমরুল ২০১৫ বিশ্বকাপে ব্যর্থ ছিলেন। জাতীয় দলেও অনিয়মিত তিনি।
তবে জাতীয় লিগে ভালো খেলেছেন। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। হয়তো জিম্বাবুয়ে সিরিজে আর একবার পরীক্ষার মুখোমুখি হয়েছেন ইমরুল কায়েস।
৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর