বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৮:২৯:১৮

মোহালিতে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

মোহালিতে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক: সফররত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠ মোহালিতে শুরু হয়েছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আর এই ম্যাচে ডেল স্টেইন, ফিলান্ডার, এলগারদের আগুন ঝরানো বলিংয়ের কাছে টিকতেই পারে নি বিরাট কোহলিরা। মাত্র ২০১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। এ দিন দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে কার্যত মুখ থুবরে পড়ল ভারতীয় ব্যাটিং লাইনআপ। ভারতের পক্ষে মুরলি বিজয় (৭৫) ছাড়া আর কেউই বেশি ক্ষণ লড়াইয়ে টিকে থাকতে পারেনি। পুজারা (৩১) আর জাডেজা (৩৮) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বেশি ক্ষণ স্থায়ি হয়নি। মোহালি টেস্টের শুরু থেকেই দাপট ছিল দক্ষিণ আফ্রিকার পেসারদের। যদিও সকালে পিচ দেখে কোহলি বলেন, ‘এই উইকেট ব্যাট করার পক্ষে ভাল।’ টসে জিতে তাই ব্যাট করার সিদ্ধান্তই নেন তিনি। কিন্তু ভারতের স্কোরবোর্ড দেখলে সে কথা বিশ্বাস করা কঠিন। তাই জন্মদিনেও হতাশা নিয়েই ফিরতে হয় বিরাটকে। এলগারের বলে এক রানে ফিরে যেতে হয় তাঁকে। ২০১ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংশ। তবে ভারত ভক্তদের আশার কথা এটুকুই, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের শুরুটাও মোটেই ভাল হয়নি। মাত্র ২৮ রানেই ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপের মুখে পড়েছে ডেভিলিয়ার্সরা। আর এর পুরো কৃতিত্বটা ভারতের স্পিনারদের প্রাপ্য। আফ্রিকার প্রথম ইনিংশের সপ্তম এবং নবম ওভারে ভ্যান জিল এবং ডু প্লেসির উইকেট তুলে নিয়ে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবিন্দ্র জাডেজা। তবে লড়াই এখনও অনেক বাকি। ০৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে