বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৯:০৪:২৫

জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হারার পর যা বললেন ইমরুল

জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হারার পর যা বললেন ইমরুল

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে মূল সিরিজ শুরু আগে একটু ঝালিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল দুই দল। তবে সম্প্রতি আফগানিস্তানের কাছে সিরিজ হারা জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরে শুরুতেই মুখ থুবড়ে পড়েছে মাশরাফি বাহিনী। বৃহস্পতিবার জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে হেরে যায় মুশফিক-মাশরাফিরা। তবে এটাকে প্রস্তুতি ম্যাচ বলে তেমন আমলে নিতে চাইলেন না বিসিবি একাদশের ওপেনার ইমরুল কায়েস। বড় ব্যাবধানে হারলেও এটা নিয়ে চিন্তিত নন বলেও জানান তিনি। আজ ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক তিন ব্যাটসম্যানদের হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ২৭৭ রান জড়ো করে ফেলে মাশরাফি বিন মর্তুজার দল। হাতে বড় পুঁজি পাওয়ার পরও দলের জয় নিশ্চিত করতে পারেননি স্বাগতিক বোলাররা। তাতে তিন ওয়ানডে আর দুই টি২০ সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের বড় জয় দিয়ে বাংলাদেশ সফর শুরু করেছে এলটন চিগুম্বুরার দল। দলের পরাজয় প্রসঙ্গে ইমরুল কায়েস বলেন, ‘এটা অনুশীলন ম্যাচ। হেরে যাওয়া আর জেতার থেকে বড় কথা মুশফিক রান করছে, সবাই রানে ফিরেছে। যারা ওয়ানডে খেলেছে তাদের সবার জন্যে ভালো হল। তাই এই পরাজয়ে কি বা আসে যায়!’ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ভালো লড়াই করার মতো পুঁজি গড়েছিল। তারপরও মুল লড়াইয়ের আগে এমন পরাজয়ে দলের জন্য তেমন বড় কোনো ক্ষতি দেখছেন না ইমরুল কাযেস। এ বিষয়ে স্বাগতিক দলের এই বাঁ-হাতি ওপেনার বলেন, ‘অনুশীলন ম্যাচে দলের ১২তম ও ১৩তম খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়া হয়। আমার মনে হয় এটার পারফরম্যান্স নিয়ে চিন্তা না করাই ভালো।’ ০৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে