অস্ট্রেলিয়া ফুটবল দলের ঢাকা সফর নিয়ে নতুন শঙ্কা!
ঢাকা: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া ফুটবল দলকে আগামী ১৪ নভেম্বর ঢাকায় পা রাখার কথা। আর ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৭ নভেম্বর। তবে এরই মাঝে অস্ট্রেলিয়া দলের ঢাকা সফর নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। যার অনুঘটক হিসাবে কাজ করছে গার্ডিয়ান পত্রিকার এক রিপোর্ট।
বৃহস্পতিবার ‘গার্ডিয়ান’ পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, আগামী শনিবার ঢাকায় ফিফা একটি নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়ার (এফএফএ) বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের সিদ্ধান্তের নির্ভর করবে অস্ট্রেলিয়া ফুটবল দলের ঢাকা সফর।
এদিকে, অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ডেভিড গ্যালপ বলেছেন, খেলোয়াড়দের নিরাপত্তাই তাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ম্যাচ খেলার প্রসঙ্গ। গ্যালপের মতে, আগে ফিফার নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে তাদের প্রতিনিধিরা আলোচনা করবেন। যেখানে থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরাও। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচ নিয়ে আয়োজকদের নিরাপত্তা পরিকল্পনা কী, তা আমরা দেখব।
এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ফিফা নিরাপত্তা প্রতিনিধি দল আসবে, এটি তো আগে থেকেই নিশ্চিত করা আছে। তবে আজ পর্যন্ত তাদের আগমনের কোনও সূচি আমরা পাইনি। কোনদিন হবে সেই বৈঠক, তাও বলতে পারছি না। সফর সূচি হাতে আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়ান জোনে বি গ্রুপে খেলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত তিন সেপ্টেম্বর পার্থে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় মামুনুলরা। যে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে।
০৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ