শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ০৮:২৫:১৩

দারুণ সুখবর, ডিসেম্বরেই ফের পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা

দারুণ সুখবর, ডিসেম্বরেই ফের পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : আগামী ডিসেম্বর মাসে আরব আমিরাতে আবারো বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও চেয়ারম্যান শাহরিয়ার খান। তবে এ সিরিজের ফরম্যাট এখনো চূড়ান্ত হয়নি। হতে পারে টেস্টের সাথে ওয়ানডে সিরিজ অথবা ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ। শিবসেনা ইস্যুতে ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ যখন ক্রমবর্ধমান, ঠিক তখনই জমে উঠেছে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্কের রসায়ন। যার খানিকটা নাজমুল হাসান জানান আইসিসির সভা থেকে ফিরে, তবে আসল রহস্য উন্মোচন করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান আরো জানান, ডিসেম্বরে দুবাইয়ে পাকিস্তানের হোম সিরিজের প্রতিপক্ষ বাংলাদেশ। এমনকি ভারত সম্মত হলে হতে পারে ত্রিদেশীয় টুর্নামেন্ট। তবে ভারতের সবুজ সংকেতে বদলে যাবে ফরম্যাট।বিকল্প নানা প্রস্তাবের যেটিই আলোর মুখ দেখুক বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততায় যোগ হচ্ছে নতুন অভিজ্ঞতা তা প্রায় নিশ্চিত। ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে