আইসিসিতে ওলটপালট, নতুন র্যাঙ্কিংয়ে কত নম্বরে কোন দেশ?
স্পোর্টস ডেস্ক : এক পাকিস্তানি ব্যাটসম্যানের তাণ্ডবে আইসিসিতে সৃষ্টি হয়েছে ওলটপালট। আইসিসির আগের টেস্ট র্যাকিং আর নেই। এটি মূলত পাল্টে দিয়েছে এক পাকিস্তানি তারকার ব্যাট। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি পাকিস্তান।
সিরিজ জয়ের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে আইসিসিতে ওলটপালট সৃষ্টি করা সেই ব্যাটসম্যান হলেন মোহাম্মদ হাফিজ। তৃতীয় টেস্টের শেষ ইনিংসে হাফিজ ১৫১ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে কড়া জবাব দেন। এই রানই পাল্টে দিয়েছে অনেক কিছু।
শেষ টেস্টে জয় পাওয়ার মাধ্যমে সিরিজ জেতে পাকিস্তান। শেষ টেস্ট ইয়াসির ও মালিক দুই জনেই ৭ টি করে উইকেট শিকার করলেও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত করা হয় ব্যাট হাতে জয়ের জন্য রান সংগ্রহকারী হাফিজকে।
হাফিজময় ম্যাচে জয়ের সুবাধে আইসিসির টেস্ট র্যাকিংয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে টপকে গেল পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া পাকিস্তান এখন দুই নম্বর টেস্ট খেলুড়ে দেশ।
এই হিসাবের আগে ১২৭ পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ানে ছিল দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা রয়েছে আগের চেয়ারেই। চার নম্বর থেকে ১০৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে আসে পাকিস্তান।
র্যাকিংয়ে দুই নম্বর থেকে ৩ নম্বরে নেমে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ৩ নম্বরে থাকা ইংল্যান্ড এখন ৬ নম্বরে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে অংশ নিয়ে যেন বেশ ক্ষতিই হয়ে গেল তাদের!
চার নম্বরে ভারত ও পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। সাত, আট, নয় ও দশ নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর