শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ০২:০৪:৩৯

ব্যাখ্যা দিয়ে আজমল বললেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আইসিসি

ব্যাখ্যা দিয়ে আজমল বললেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসির বিরুদ্ধে অভিনব ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানের তারকা বোলার সাইদ আজমল এই অভিযোগ আনেন। তিনি আইসিসির বিভিন্ন সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসাবে ব্যাখ্যা করেছেন র্নিদ্বিধায়। সাঈদ আজমল বলেন, অনেকেই আছে যাদের হাত ঘুরানো ১৫ ডিগ্রি পেরিয়ে গেছে। তার অভিযোগ অফস্পিনারদের বিরুদ্ধে ফালতু নিয়ম নিয়ে খেলা করছে আইসিসি। ফার্স্ট ও লেগ স্পিনারদের বিরুদ্ধে এই ধরনের কোনো নিয়ম নেই আইসিসির। তিনি বলেন, আমি যখন বোলিংয়ে বাজে ফর্মে ছিলাম তখন কোনো অভিযোগ ছিল না। যখন উইকেট পেতে শুরু করি তখনই নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। নিজ দেশের আরেক ক্রিকেটার বেলাল আসিফের নামও টানেন তিনি। আজমল বলেন, বিলাল যখন উইকেট পাননি তখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। কিন্তু বোলিংয়ে ফর্ম ফিরে পাওয়ার পরে তাকে নিষেধাজ্ঞার কবলে আনে আইসিসি। আজমল বলেন, আমার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে আইসিসি কিন্তু ভারতের হরভজনসিংসহ অনেকই রয়েছে যারা এই আইনে ভঙ্গ করে বল করেন। আইসিসি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় না? সূত্র : ক্রিকইনফো ৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে