জ্বলে উঠলেন সেই রনি তালুকদার, হোয়াইট ওয়াশ হবে প্রতিপক্ষ!
স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে জাতীয় দলে সুযোগ পান রনি তালুকদার। জাতীয় দলে এসে বারবার ব্যর্থ হন তিনি। পরে এ দলে পরীক্ষামূলক ভাবে সুযোগ দেয়া হয় রনি তালুকদারকে।
এখানেও ছিল ব্যর্থতা। মিডিয়ায় বেশ সমালোচনা হয় তাকে নিয়ে। যা ছুঁয়ে যায় টাইগারভক্তদেরও। কিন্তু এবার দেখা গেল অন্য এক রনিকে। ব্যাট হাতে জ্বলে ওঠেন রনি তালুকদার।
অন্যদিকে প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ওয়ানডে ক্রিকেটে হোয়াইট ওয়াশ করার পথে রয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে ৩ ওয়ানডে ম্যাচের শেষ ওয়ানডে খেলছে বাংলাদেশ।
এখানে জ্বলে ওঠেন রনি তালুকদার। ওপেনিং করতে নেমে রনি করেন ৭৭ রান। ৬ চার ও ৩ ছয়ে সাজান ইনিংস। রনিকে নিয়ে এত দিন যে সমালোচনা হয় ভালো খেলে তার জবাব নিজ হাতে দিলেন তিনি।
শুরুতে ব্যাট হাতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪২ ওভার খেলা শেষে এরই মধ্যে ২২৪ রান করেছে বাংলাদেশ। এই ম্যাচে অপর এক হাফসেঞ্চুরিয়ান হলেন মিথুন। তিনি করেন ৬০ রান।
জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ এ দল সিরিজে ২-০ তে এগিয়ে। শুক্রবারের ম্যাচে বাংলাদেশ জয় পেলে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হবে জিম্বাবুয়ে।
৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর