যে কারণে জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিং করবেন না মাশরাফি - সাকিব
স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে দেখতে চান না মাশরাফি বিন মতুর্জা। শনিবার দুপুরে প্রতিপক্ষ দেশ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছেন দুই দেশের ক্রিকেটাররাই। জাতীয় লিগের ব্যস্ততা শেষে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টানা সিরিজ শেষে বাংলাদেশ সফরে আসে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের কাছে প্রস্তুতি ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এই জন্য একটু বেশিই বলে দিলেন মাশরাফি। জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিং করবেন না মাশরাফি ও সাকিব!
পরে মাশরাফি পরিস্কার করেন এটি। সাবিক সচারচর ৫ বা ৬ নম্বরে ব্যাটিং করেন। মাশরাফি সাকিবের পরে ব্যাটিং করে থাকেন। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ের কাজটা প্রথম সারির ব্যাটসম্যানদের দ্বারাই সারতে চান মাশরাফি।
তাদের দুই জনের যাতে ব্যাট হাতে নেয়া না লাগে এই বিষয়টিই বলেন মাশরাফি বিন মর্তুজা। শনিবার প্রথম ওয়ানডেকে সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাশরাফি বিন মর্তুজা।
৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর