সতীর্থ সৌম্যকে নিয়ে মাশরাফির কিছু কথা
স্পোর্টস ডেস্ক: বাঁ দিকের পাজরে চোটের কারণে শেষ মুহূর্তে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়েছেন ওপেনার সৌম্য সরকার। ৭ নভেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ ও পরবর্তী টি-২০ সিরিজে বাঁহাতি এই ব্যাটস্যানকে তাই পাচ্ছে না দল। বর্তমানে দলের অন্যতম ব্যাটিং ভরসা এই ওপেনারকে মাঠে মিস করবেন বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক এ বিষয়ে নিজের ভাবনার কথা জানান। সম্প্রতি সৌম্যর ভালো ফর্মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে সৌম্যর ম্যাচ জেতানো ইনিংস রয়েছে। আর সেই সৌস্যকে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা মাঠে পাব না তা ভাবতে আমার খুব কষ্ট লাগছে । সৌম্যকে অবশ্যই মিস করব।
আর চট্টগ্রামে সৌম্যর অপরাজিত ওই ইনিংস প্রসঙ্গ মাশরাফি বলেন, সে শুধু একজন ভালো ব্যাটসম্যান বা খেলোয়াড়ই না, সে অনেক ভালো একজন সতীর্থও। তার পরও, চোট তো খেলোয়াড়ি জীবনেরই একটা অংশ। এটা মেনে নিতেই হবে। আশা করি, যারা আছে এবং যে তার বদলে এসেছে সবাই ওর অভাবটা পুষিয়ে দিতে সক্ষম হবে।
গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌম্যর। ঘরের মাঠে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে মাঠে নামেন তিনি। ওই সিরিজেই আবার দ্বিতীয় দফায় বাংলাদেশের অধিনায়কত্ব শুরু করেন মাশরাফি। সবমিলে সেই সিরিজকে মাশরাফির জন্যও মনে রাখার মতো বলা যায়।
মাশরাফির দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের চোট যে তাকে কত ভোগিয়েছে তা শুধু বাংলাদেশ অধিনায়কই ভাল বলতে পারবেন। সৌম্যকে নিয়ে বলতে গিয়ে তাই বাস্তবের জমিনেই পা রাখলেন তিনি।
৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস