আইসিসির প্রধান নির্বাহী বাংলাদেশকে দিলেন দারুণ এক সুখবর
স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপ উপলক্ষ্যে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এখন বাংলাদেশে। তিনি মূলত যুব বিশ্বকাপ আয়োজনে সক্ষম ভেন্যুগুলো পরিদর্শনের উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন। তারই অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কক্সবাজার স্টেডিয়াম সম্পর্কে সাংবাদিকদের বলেন, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামটি এখন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে সক্ষম।
আইসিসির প্রধান নির্বাহীর এই বক্তব্য বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে দারুণ এক সুবাতাস। যা কিনা অচিরেই কক্সবাজারে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে ভূমিকা রাখবে।
এ সময় প্রতিনিধিদল পিচ, আউটফিল্ড, ড্রেসিং রুম সবকিছুই ঘুরে দেখেন। আর প্রথম দেখাতেই মুগ্ধ হন ডেভিড রিচার্ডসন ও তার দল।
স্টেডিয়াম পরিদর্শনকালে ডেভিড রিচার্ডসনের সঙ্গে ছিলেন আইসিসি ইভেন্ট প্রধান ক্রিস টেটলি, নিরাপত্তা উপদেষ্টা শন নরিস ও রেগ ডিকাসন। এ ছাড়াও তাদের সঙ্গে ছিলেন বিসিবির সহসভাপতি মাহবুব আনাম।
এ ব্যাপারে আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে থাকা বিসিবি সহসভাপতি মাহবুব আনাম জানান, নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি বেশ ক'টি বিদেশি দলের বাংলাদেশ সফর ঝুলে আছে। তাই কক্সবাজার সাগর পাড়ের শেখ কামাল স্টেডিয়ামের নিশ্ছিদ্র নিরাপত্তায় কোনো খুঁত রাখতে চাই না আমরা। সব কিছু ঠিক থাকলে এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের ১৮টি ম্যাচ।
উল্লেখ্য, আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ আসরের আয়োজক বাংলাদেশ। ৩টি ভেন্যুর ৩৬ উইকেট, গ্যালারি ও মাঠ তৈরির প্রস্তুতি প্রায় শেষ। এবার শেষ মুহূর্তের খুঁটিনাটি পরখ করার পালা চলছে।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ