কাল জিম্বাবুয়ে বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারেন যে টাইগাররা
স্পোর্টস ডেস্ক: আগামীকাল শনিবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের মোকাবেলা শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। দুপুর একটায় মিরপুরর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি।
গত বছর সর্বশেষ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার পর অসাধারণ এক জয়ের ধারায় প্রবেশ করেছে টাইগাররা। তাই সফলতার সঙ্গে ধারাবাহিক হোম সিরিজে জয়ের আশার মাঠে নামবে মাশরাফি বাহিনী। বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলার ও যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দল। এরপর পাকিস্তান, ভারত ও দক্ষিন আফ্রিকার মত ক্রিকেট পরাশক্তির বিপক্ষে নিজ মাঠে সিরিজ জয় করেছে টাইগাররা।
কাল প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফির অংশগ্রহণের বিষয়টি অবশ্য এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ডেঙ্গু জ্বর থেকে ফেরা এই পেসার এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ফিটনেস লাভ করতে পারেননি। সাইড স্ট্রেইনের কারনে একাদশ থেকে আগেই ছিটকে পড়েছেন সৌম্য সরকার। তার পরিবর্তে দলভুক্ত হয়েছেন ইমরুল কায়েস।
বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তাজা (অধি:), তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, শাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও কামরুল ইসলাম।
৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�