টাইগারদের কাছে আবারও বাংলাওয়াশ হলো জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক: গত বছর এদিনে ৫-০ ব্যবধানে সিরিজে জিম্বাবুয়েকে নিজেদের ঘরে মাঠে হোয়াইট ওয়াশ করেছিলেন টাইগাররা। সেই সফলের ধারাবাহিকতার এবার জিম্বাবুয়ের মাটিতে আরেকটি হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ।
আজ হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ১২২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অসাধারণ এক বাংলাওয়াশ উপহার বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দলের দেয়া ২৮৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে ‘এ’ দল। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার কুদজাই সৌরম্ব। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে মোহাম্মদ শহীদ ৩টি, শুভাগত হোম ২টি, মাহমুদুল হাসান ২টি, তাইজুল ইসলাম ১টি ও দেওয়ান সাব্বির ১টি করে উইকেট নেন।
প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। দলের পক্ষে রনি তালুকদার ৭৭ ও মোহাম্মদ মিথুন ৬০ রান করেন।
এছাড়া তাসামুল হক ২৯, শুভাগত হোম ২১, মাহমুদুল হাসান ৩১, মোসাদ্দেক হোসেন ২১, নুরুল হাসান ১, মুক্তার আলী ২০* রান করেন। স্বাগতিকদের পক্ষে ট্রেভর গারওয়ে ৩টি, ক্রিস এমপোফু ১টি, ভিক্টর নায়াউচি ২টি, তাপিওয়া মুফুদজা ১টি ও গডউইলি মামহিয়ো ১টি করে উইকেট নেন।
৬নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�