ব্রিসবেনে রান পাহাড়ের নিচে পড়েছে নিউজিল্যান্ড, শংকা মুক্ত অসিরা
স্পোর্টস ডেস্ক: ব্রিসবেনে রান পাহাড়ের নিচে পড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।সফরকারী নিউজিল্যান্ডকে প্রথম দিন শেষেই বড় সংগ্রহের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলো অস্ট্রেলিয়া। ফলে কিছুটা শংকা মুক্ত হলো অজি টিম। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৫৬ রানে ইনিংস ঘোষনা করে নিউজিল্যান্ডকে ফলো-অনের চিকারে রাখেন তারা। এরপর নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৫৭ রান করেছে ব্ল্যাকক্যাপসরা। এখনো ৩৯৯ রানে পিছিয়ে রয়েছে তারা। আর ফলো-অন এড়াতে এখনো ১৯৯ রান করতে হবে নিউজিল্যান্ডকে।
প্রথম দিন শেষেই বড় সংগ্রহের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলো অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ৩৮৯ রান তুলে দিন শেষ করে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় দিনে আরও ২ উইকেট হারিয়ে ১৬৭ রান যোগ করে চা-বিরতির বেশ কিছুক্ষন আগে ইনিংস ঘোষনা করে অসিরা।
খাজা ১০২ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৪১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। স্মিথ ৪৮ রানে ফিরে গেলেও, ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির ইনিংসটাকে ১৭৪ রানে গিয়ে থামান খাজা। তার ২৩৯ বলের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কার মার ছিলো।
পাঁচ নম্বরে এডাম ভোগসও দলের বড় সংগ্রহে অবদান রেখেছেন। ১১টি চারের সহায়তায় ১২৭ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি। দলীয় ৫৫৬ রানে খাজা আউট হবার পর পরই স্মিথ ইনিংস ঘোষনা করায়, ভোগস সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন । নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, জেমস নিশাম ও কেন উইলিয়ামসন ১টি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়ার বড় স্কোরটাকে মাথায় রেখেই নিজেদের প্রথম ইনিংসে শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার মত আকাশ ছোয়া সূচনা করতে পারেনি তারা। অস্ট্রেলিয়া যেখানে উদ্বোধনী জুটিতেই পায় ১৬১ রান, সেখানে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম লাথাম ৫৬ রান উপহার দেন দলকে। ২৩ রান করা গাপটিলকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন পেসার জশ হ্যাজেলউড।
গাপটিল ফিরে যাবার পর লাথামের সাথে যোগ দেন উইলিয়ামসন। এই জুটিও প্রতিপক্ষ বোলারদের উপড় আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন। কিন্তু জুটিতে ৪৬ রানের বেশি যোগ করতে পারেননি উইলিয়ামসন ও লাথাম। হাফ-সেঞ্চুরির স্বপ্ন দেখতে থাকা লাথাম আউট হন ৪৭ রানে।
লাথাম না পারলেও, দিন শেষে হাফ-সেঞ্চুরি তুলে ৫৫ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন। তার হাফ-সেঞ্চুরিতে খুশী হতে পারেনি নিউজিল্যান্ড শিবির। কারন উইলিয়ামসনের হাফ-সেঞ্চুরির আগে নিউজিল্যান্ডের মেরুদন্ডটা ভেঙ্গে দেন পেসার মিচেল জনসন মিচেল স্টার্ক। রস টেইলর ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের উইকেট শিকার করেন জনসন। আর নিশামকে আউট করেন স্টার্ক। টেইলর ০, ম্যাককালাম ৬ ও নিশাম ৩ রানে ফিরেন।
উইলিয়ামনসনের সঙ্গী হয়ে ম্যাচের তৃতীয় দিন ব্যাট হাতে নামবেন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। তার সংগ্রহে আছে ১৪ রান। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক ও জনসন ২টি করে উইকেট নেন।
৬নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�