শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০৮:৩৩:১৩

জয়ের স্বপ্নে বিভোর টাইগার অধিনায়ক মাশরাফি

জয়ের স্বপ্নে বিভোর টাইগার অধিনায়ক মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে এর আগে ধরাশায়ী হয়েছিল ক্রিকেট পরাশক্তি সম্পন্ন দেশ ভারত-দক্ষিণ আফ্রিকা। তারই ধারাবাহিকতায় আসন্ন জিম্বাবুয়ে সিরিজে জয় চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে গতকাল (শুক্রবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফরকারীদের বিপক্ষে জয়ের ব্যাপারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের জয় নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি। এসময় তিনি বলেন, ‘ বর্তমানে মুস্তাফিজ বেশ ভাল ফর্মে আছে। তাছাড়া আল আমিন, রাব্বি, নাসির, রিয়াদের মত ভালো বোলার আছে আমাদের। আমরা এখনও জানি না কম্বিনেশন কি, কিন্তু আমাদের অনেক অপশন আছে। প্রথম ম্যাচ একটা টুর্নামেন্ট অথবা সিরিজের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর কাজটা ধীরে ধীরে সহজ হয়ে যায়। এই মুহূর্তে আমি বলবো শনিবাবেরর ম্যাচটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ বর্তমানে সফরকারী জিম্বাবুয়ে টিম অনেক ভারসাম্যপূর্ণ দল। তার পরও বাংলাদেশের স্বপ্ন থাকবে ম্যাচ জেতা। বলেন, জিম্বাবুয়ে অনেক ব্যাল্যান্স টিম। যেহেতু ওরা আফগানিস্তানের বিপক্ষে হেরেছে তাই তারা এখানে ভাল কিছু করতে চাইবে। সেই সাথে আমরাও আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে চাইব। আমি মনে এটা ভাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আর আমার কাছে জয়টাই আসল। কারণ খেলতে নেমে ভাল খেলে হেরে গেলেও হারাটাই লেখা হয় ।’ তবে টাইগার অধিনায়ক মাশরাফি আগের জিম্বাবুয়ে আর এখনকার জিম্বাবুয়ের মধ্যে অনেক পার্থক্য খুঁজে পেয়েছেন। সে বিষয়ে বলেন, ‘গত বাংলাদেশ সিরিজে যে জিম্বাবুয়ে টিম আমাদের সঙ্গে হেরেছে সেই দলে ছিল মাসাকাদজা, টেলর। তখন অবশ্য উইলিয়ামস ছিল না, আরভিন থাকলেও খেলেনি। আমার মতে এরা ওদের সেরা দুই ক্রিকেটার।’ এবারের ব্যাটিং সাইডটাও আগেরবারের তুলনায় ভালো ।’ ৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে