যুদ্ধ জয়ের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক: আজ (শনিবার) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
এর আগে জিম্বাবুয়ে ক্রিকেট টিম বাংলাদেশ সফরে স্বাগতিকদের কাছে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল। তবে সময়ের ব্যবধানে অনেক কিছু বদলে গেছে। আগের ঘটনা যাতে পুনরায় আবার না ঘটে সেই লক্ষ্যে আসন্ন সফরে জিম্বাবুয়ে দল বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছে।
আর তা নির্দ্বিধায় স্বীকার করে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। বললেন, ‘গত বাংলাদেশ সিরিজে যে জিম্বাবুয়ে টিম আমাদের সঙ্গে হেরেছে সেই দলে ছিল মাসাকাদজা, টেলর। তখন অবশ্য উইলিয়ামস ছিল না, আরভিন থাকলেও খেলেনি। আমার মতে এরা ওদের সেরা দুই ক্রিকেটার। এবার তাদের ব্যাটিং সাইডটাও গত বারের তুলনায় অনেক ভালো।’
তবে তিনি এ ও জানিয়ে রাখলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে জয়ই বাংলাদেশের একমাত্র টার্গেট।’
জিম্বাবুয়ে অধিনায়ক চিগুমবুরার মুখেও আশার বানী। জানালেন, ‘আমরা বদলে যাওয়া মানষিকতা নিয়ে ফের স্বাগতিক দলের মোকাবেলা করতে যাচ্ছি। ছেলেরা এখন স্পিনের মোকাবেলা করতে সক্ষম। এই উইকেট সম্পর্কেও আমাদের ভালো ধারণা হয়েছে। এখানে স্পিনাররাও সহযোগিতা পাবে। আমরা শুধুমাত্র একটি বিভাগ নিয়ে ভাবছি না। স্পিন হোক কিংবা পেসার সব কিছু মোকাবেলার জন্যই আমরা প্রস্তুত। আমরা এটি প্রমাণ করতে চাই যে ছেলেরা যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত।’
অবশ্য প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে জিম্বাবুয়ে প্রমাণ করেছে যে তারা আসলেই কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে টাইগারদের।
সফলতার সঙ্গে ধারাবাহিক হোম সিরিজে অংশ গ্রহণের প্রতিদানও লাভ করেছে বাংলাদেশ। ক্রিকেট র্যাঙ্কিং ইতিহাসে তারা প্রথমবারের মত পৌঁছে গেছে সপ্তম স্থানে। ফলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহনেরও সুযোগ লাভ করেছে বাংলাদেশ।
শনিবার সিরিজের প্রথম ম্যাচে মাশরাফির খেলার ব্যাপারে এখনো সঠিক কিছুই জানা যায় নি। কারণ এখনও তিনি শত ভাগ সুস্থ নন।এছাড়া সাইড স্ট্রেইনের কারনে একাদশ থেকে আগেই ছিটকে পড়েছেন সৌম্য সরকার। তার পরিবর্তে দলভুক্ত হয়েছেন ইমরুল কায়েস।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মুর্তাজা (অধি:), তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, শাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও কামরুল ইসলাম।
সফরকারী জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: এলটন চিগুমবুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাবা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংবে, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, তরাই মুজারাবানি, জন নিউম্বু, তিনাশে পেনিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, সিন উইলিয়ামস।
৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর