শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ১০:০৮:২৬

দেশের জন্য ঝুঁকি নিয়ে খেলতে চান মাশরাফি

দেশের জন্য ঝুঁকি নিয়ে খেলতে চান মাশরাফি

স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের ব্যাট-বলের লড়াই। পরিসংখ্যান বলছে সফরকারী জিম্বাবুয়ের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তার পরও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া হয়ে পড়েছে স্বাগতিকরা। শনিবারের এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। এখনও শতভাগ সুস্থ হয়ে ওঠেননি । তারপরও শনিবার ঝুঁকি নিয়ে মাঠে নামবেন বলে জানিয়েছেন স্বয়ং নিজেই। খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাশরাফি বলেছেন, ‘আমি এখনও শতভাগ সুস্থ নই। পুরোপুরি সেরে উঠতে কিছুটা সময় লাগবে। কিন্তু বাংলাদেশের জন্য আমি ঝুঁকি নিব। আশা করি, শেষ পর্যন্ত আমি খেলতে পারব।’ প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সাল থেকে এ পর্যন্ত ১৪টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৮টিতে জিতেছে বাংলাদেশ। ৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে