কি রে পাগলা, কামড় দেবে বুঝি?
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক কোচ ডেভিড হোয়াটমোর ও মাশরাফির অনন্য কিছু সংলাপের অংশ বিশেষ এটি। হোয়াটমোর বাংলাদেশের কোচ থাকার সময় জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ।
নিজের ব্যাটিং-বোলিংয়ের কারণে হোয়াটমোর মাশরাফিকে পাগলা বলে ডাকতেন। অগ্নি-ঝরা বোলিং শেষে মাশরাফি ঝড়ো ইনিংস উপহার দিয়ে জয় নিয়ে আসতেন টাইগার শিবিরে।
ধুম-ধারাক্কা ছয় মারার জন্যই মূলত হোয়াটমোর আদর করে পাগলা বলে ডাকতেন মাশরাফিকে। হোয়াটমোরের বিরুদ্ধে এবার মাঠে নামছে এই পাগলা। হোটেলের এক কর্নারে হঠাৎ মুখোমুখি হয় এই দুইজন।
মাশরাফিকে হোয়াটমোর আগের নামে ডাকেন। জিজ্ঞেস করেন কি রে পাগলা, কেমন আছ? আলাপ হয় তাদের মধ্যে। মাশরাফি খুবই আগ্রাসী জিম্বাবুয়ের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচে হারের প্রতিশোধ নিতেই মরিয়া তিনি।
সে সময় তার অঙ্গভঙ্গি অন্যরকম ছিল। সেটা দেখে হোয়াটমোরের ভাবনা যেন এমনটাই যে, কিরে পাগলা কামড় দেবে বুঝি? ২০১২ সালে পাকিস্তানের কোচ হয়ে বাংলাদেশ সফরে আসেন মাশরাফিকে পাগলা বলে ডাকা এই ক্রিকেট গুরু।
কিন্তু সেবার মাশরাফি ছিলেন মাঠের বাইরে। আর বাংলাদেশ পাকিস্তানের কাছে ফাইনালে মাত্র দুই রানে হেরে যায়। সার্বিক অবস্থা যেন বলছে ঠিকই এবার কামড় দিয়ে (হারিয়ে দেবে) বসবে এই পাগলা।
নিজের শিষ্যদের নিয়ে এখন বেশ টেনশনে হোয়াটমোর। কেননা প্রস্তুতি ম্যাচে হারলেও মূল লড়াইয়ে ঠিকই হয়তো জ্বলে উঠবে রয়েল বেঙ্গল টাইগাররা।
৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�