শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ১১:২৮:১৯

আবারো জ্বলে উঠতে পারেন কাটার মুস্তাফিজ!

আবারো জ্বলে উঠতে পারেন কাটার মুস্তাফিজ!

আরিফুর রাজু: বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়কর বালক কাটার মুস্তাফিজ। যিনি অতি অল্প সময়ে ক্রিকেট বিশ্বে নিজেকে ফুটিয়ে তুলতে পেরেছেন তার অসীম যোগ্যতা ও বোলিং কারিশমায়। বোলিং এ্যাকশন এবং ধারাবাহিকতা দেখে এরই মধ্যে ক্রিকেটবোদ্ধার মু্স্তাফিজের মাঝে খুঁজতে শুরু করেছেন আগামীর ক্রিকেট বাংলাদেশকে। কেউ কেউ বলতে শুরু করেছেন আর এ ২০ বছর বয়সী এই বালকই তো ওয়াসিম আকরাম-গ্লেন মেগ্রার উত্তরসূরী। সেই পাকিস্তান সিরিজ থেকে শুরু করে ভারত-আফ্রিকার সাথে বাংলাদেশের হোম সিরিজে মুস্তাফিজের বিধ্বংসী বোলিং তান্ডব আজও ভুলতে পারেনি ক্রিকেট বিশ্ব। কিন্তু কিছু দিন যাবত টাইগার শিবিরে বেশ কিছু ঘটনায় একেবারে ফিকে হয়ে গেছে তার নামটি। অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বাংলাদেশ সফর স্থগিতাদেশ, মাশরাফির ডেঙ্গু জ্বর। অন্যদিকে পেসার তাসকিনের ইনজুরিতে যাওয়া। সব মিলিয়ে সবারই দৃষ্টিভঙ্গি এখন অন্যদিকে। তার পরও জিম্বাবুয়ে সিরিজকে ঘিরে ঘুরিয়ে ফিরিয়ে সেই কাটার মুস্তাফিজের নাম। বিসিবি তাকে যে কতখানি গুরুত্ব দিচ্ছে তা বুঝা যায় অনুশীলনে মুস্তাফিজকে ঘিরে কোচের ব্যস্ততা দেখে। দলের প্রধান কোচ, বোলিং কোচ থেকে শুরু করে টিমের দায়িত্বরত কর্মকর্তারা অনেকটা সময় পার করেছেন তাকে নিয়ে। সবার একটাই চাওয়া আবারো জ্বলে উঠুক মুস্তাফিজ। সেই আগের ধারায়। একেবারে বিধ্বংসী রুপে। তবে ধোনি-আমলাদের নাকানি চুবানি খাওয়ানো মুস্তাফিজের সেই অফ কাটারের কারিশমা এখনো দেখেনি চিগুম্বুরারা। কারণ সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে মাঠে নামেনি মুস্তাফিজুর রহমান। বিসিবি সিদ্ধান্তটাই হয়তো সফরকারী জিম্বাবুয়ের জন্য সবচেয়ে বড় ফাঁদ। আর সেই ফাঁদে কতটুকুইবা পা দিবেন জিম্বাবুয়ে সেটি এখন দেখার বিষয়। প্রসঙ্গত, বাংলাদেশ বর্তমান র‌্যাঙ্কিংয়ে ৭ এ অবস্থান করছে। যার সুবাধে তার চ্যাম্পিয়ান্স ট্রপিতে খেলার সুর্বণ সুযোগ পাচ্ছে। আর তা কেবল সম্ভব হয়েছে ক্রিকেট পরাশক্তি সম্পন্ন দেশ পাকিস্তান- ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে হোম সিরিজে টাইগাররা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেখানোর সুবাধে। বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের বর্তমানে ক্রিকেট টিম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট টিম। আর তা সম্ভব হয়েছে মুস্তাফিজ, সৌম্য ও সাব্বির রহমানের মত তরুণ উদীয়মান ক্রিকেটারদের সমন্বয়ে। অধিনায়ক মাশরাফির দিক-নির্দেশনা, মুশফিক-তামিমের দায়িত্বশীল ব্যাটিং আর মুস্তাফিজ-রুবেলদের প্রাণ উজাড় করে দলের জন্য খেলা। টোটাল কম্বিনেশনটাকে যে কেউ স্বীকার করে নিবে এটিই বাংলাদেশের পারফেক্ট টিম। ৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে