ফুটবল খেলা দেখেন না নেইমার!
স্পোর্টস ডেস্ক: তিনি বর্তমান বিশ্বে ফুটবল মহাতারকাদের একজন। তার খেলার ছন্দ, কারিশমা সব কিছুতেই মুগ্ধ গোটা বিশ্ব। অথচ সেই নেইমার কিনা ফুটবল খেলাই দেখেন না। এমনকি নিজের খেলার বাইরে অন্যদের খেলা দেখেন না, টিভিতে খেলা দেখার ব্যাপারেও তার ইচ্ছে নেই।
এবারের ব্যালন ডি'অরের জন্য তার এবং অন্যদের সম্ভাবনা কেমন? সম্প্রতি সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে ব্রাজিলিয়ান এই তারকা সোজা-সাপ্টা উত্তর দেন, 'বার্সার হয়ে যখন খেলা থাকে না, তখন আমি খেলা দেখি না। রিয়াল মাদ্রিদের খেলা দেখি না। অন্য দলের খেলা দেখতে আমার পছন্দের মধ্যে নেই। আর যেটা দেখি না সেটা নিয়ে কোনো মতামতও আমি দিতে পারি না। আমার কাছে শিরোপা জেতাটাই আসল। ব্যালন ডি'অরটা সবসময়ই মেসি আর রোনালদোর মতো ফুটবলারদের জন্য।'
২১ নভেম্বরের এল ক্ল্যাসিকো নিয়েও সহজ সরল উত্তর বার্সার এই সেরা পারফরমারের বলেন, 'এই বছরটা আমার সেরা বছর। যেভাবে খেলতে চাই সেভাবেই খেলতে পারছি। আমার মনে হচ্ছে বাড়িতেই আছি। এখানকার প্রথম বছরটা ছিল শেখার, পরের বছরটা আরেকটু ভালো, এখন সবার সেরা।' সূত্র : ডেইলি মেইল
৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর