শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ১২:১৫:০০

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের অধিনায়ক ও কিপারের নাম জানিয়েছে বিসিবি

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের অধিনায়ক ও কিপারের নাম জানিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : এক সময়ে বাংলাদেশের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। পরে মাশরাফিকে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দিয়ে তাকে কিছুটা স্বস্তি এনে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত কয়েক মাস আগে মুশফিকুর রহিমের অধিনায়কত্ব ও কিপিং নিয়ে প্রশ্ন ওঠে। তখন ভিন্ন সিদ্ধান্ত নেয়ার কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একটিকে কিপিং অন্যদিকে দলের ভার কাঁধে নিয়ে ব্যাটিং ভালো করতে পারছিলেন না মুশফিকুর রহিম। এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মুশফিককে কিপিং ছেড়ে দেয়ার জন্যও বলেন। টাইগার দলে নবাগত ব্যাটসম্যান লিটন দাশ উইকেটকিপারের কাজটা সামাল দেন। তখন মন খারাপ ছিল মুশফিকের। কিন্তু দেখা যায় লিটন দাশেরও একই অবস্থা। এখন জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক না লিটন কিপিং করবেন বলে একটি জিজ্ঞাসা ছিল সবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জবাব দিয়েছে কোটি কোটি টাইগারপ্রেমীদের এই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার। বিসিবির তালিকায় দেখা গেছে মুশফিক রয়েছেন কিপার হিসাবে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবকে অধিনায়ক করার যে কথা উঠেছিল সে বিষটিও পরিস্কার হয়েছে এবার। সাকিব নয় জিম্বাবুয়ে সিরিজে মাশরাফিই নেতৃত্ব দেবেন দলকে। ৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে