শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ১২:৪৫:২২

সাকিবের কোন আইডল নেই

সাকিবের কোন আইডল নেই

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটে এক নাম্বারে থাকা বাংলাদেশি এই ক্রিকেটারের জনপ্রিয়তা আকাশচুম্বি। স্বাভাবিকভাবে তার এই স্থানে উঠে আসার পিছনে তো একটা ইতিহাস অবশ্যই রয়েছে এবং অন্য দশ জন খেলোয়াড়ের মত তিনিও কোন এক জন খেলোয়াড়কে অনুসরণ করে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন উন্নতির শিখরে। কিন্তু মজার ব্যাপার হলো বিশ্বের এই সেরা খেলোয়াড় জানালেন একেবারে ভিন্ন কথা। কাউকেই নাকি আইডল মানেন না তিনি এবং কোন খেলোয়াড়কেও নাকি অনুসরণ করেন না বাংলাদেশি এই অলরাউন্ডার। জানালেন, ‘কোনো আইডল নেই তার।’ নিজের ক্রিকেটের শুরুর গল্প, সংগ্রাম কিংবা সাফল্য সবকিছুই বিভিন্ন সময় জানিয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার। এবার অললাইনভিত্তিক একটি সাক্ষাৎকারে আইডল প্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমার ওভাবে কোনো আইডল নেই। তবে অনেকের খেলা দেখি। যাদের যেগুলো ভালো লাগে, সেগুলো শেখার চেষ্টা করি। কিন্তু কাউকে আইডল মানি না।’ তবে এটাও স্বীকার করেছেন যে, সবারই আইডল থাকতে পারে। বলেন, ‘অনেকের আইডল থাকতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা নেই।’ ৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে