২০১৫ ব্যালন ডি’অর জয়ের দৌঁড়ে এগিয়ে রয়েছেন যারা
স্পোর্টস ডেস্ক : ফুটবলের একক অর্জনের দিক থেকে সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর তথা বর্ষসেরা হওয়ার খেতাব। বিশ্বের সকল দেশের তারকা ফুটবলারদের হতবাক করে ২০১৪ সালের ব্যালন ডি’অর জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০১৫ সালের ব্যালন ডি’অর দেয়া হবে আগামী বছরের (২০১৬) ১২ জানুয়ারি। এই পুরস্কারের জন্য যাবতীয় কাজ সারছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফিফা।
একটি সমীক্ষা বলছে, এবারের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নেই রোনালদোর। বর্ষসেরা গোলের জন্য ফিফা পুসকাস পুরস্করের জন্য সেরা ১০ গোলদাতার নাম ঘোষণা করেছে ফিফা।
এখানে এক নম্বরে রয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকার ও বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার কার্লোস তেভেজ রয়েছেন সেরা দুইয়ে
সিরি আ’য় ও আলেজান্দ্রো ফ্লোরেঞ্জিও রয়েছেন এই তালিকায়। বছরের শেষের দিকে ফিফার নজর কেড়েছেন তারা। সেরা গোলাদাতার নথিতে তালিকাভূক্ত হয়েছেন তারা। ২০১৫ সালের ব্যালন ডি’অর জয়ের দৌঁড়ে এবার এগিয়ে থাকবেন তারা।
৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�