শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০১:২৭:১৯

স্কোয়াডে থাকলেও যে ৩ টাইগারকে মাঠের বাইরে রেখেছে বিসিবি

স্কোয়াডে থাকলেও যে ৩ টাইগারকে মাঠের বাইরে রেখেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ানডে লড়াইয়ের খবর এটি। প্রতিপক্ষ দলের বিপক্ষে এর আগে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেশ নতুনত্ব লক্ষ্য করা যায় বিসিবির ওই দল ঘোষণায়। কিন্তু এবার দেখা গেল ভিন্নকিছু। দীর্ঘদিন দলের বাইরে থাকা বেশ কয়েকজন সাবেক তারকা ছিলেন ওই স্কোয়াডে। কিন্তু এবার হতাশ হতে হলো তাদের কয়েকজনকে। অভিষেক হওয়ার কথা ছিল কামরুল ইসলাম রাব্বির কিন্তু সেটা আর হয়নি। তাকে অপেক্ষায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইমরুল কায়েস গত বিশ্বকাপে কয়েকটি ম্যাচ খেলেন। এরপর দেশের ওয়ানডে ক্রিকেটে বড় বড় সাফল্য আসলেও দলের বাইরে তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকবেন বলে স্বপ্ন দেখতেন তিনি। কিস্তু না বিসিবি একাদশের বাইরে রেখেছে তাকে। অন্যদিকে যুবায়ের হোসেন লিখনও রয়েছেন একাদশের বাইরে। এ দলের হয়ে দারুণ বোলিং করা আল আমিনকে সুযোগ দেয়া হয়েছে একাদশে। মাশরাফি ও মুস্তাফিজের সাথে পেস আক্রমণে থাকবেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের বাংলাদেশ টিমে রয়েছেন : তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন। ৭ ৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে