শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০১:৫৩:৫৩

প্রতিরোধের চেষ্টায় তামিম-মুশফিক

প্রতিরোধের চেষ্টায় তামিম-মুশফিক

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নেমে জিম্বাবুয়ের বোলারদের তান্ডবে খানিকটা দিশেহারা বাংলাদেশ। খেলতে নেমে শুরুতেই আউট হয়ে সাজ ঘরে ফিরে যান লিটন দাস। এর পর দলের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দলীয় ৩০ রান তুলতেই লিটন দাসের দেখানো পথে পা বাড়ান রিয়াদ। দলের হয়ে এখন প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২উইকেটে ৪১ রান। তামিম ইকবাল ২০ ও মুশফিক ১০ রান নিয়ে ব্যাট করছেন। আন্তর্জাতিক ক্রিকেটে শুরু থেকেই বড় ইনিংস খেলতে ব্যর্থ লিটন দাস। তিন নম্বর থেকে এদিন প্রথমবারের মতো ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন। কিন্তু এদিনও ব্যর্থতার পরিচয় দেন এই ডানহাতি, সাজঘরে ফিরেন উইকেটের প্রকৃতি বুঝে ওঠার আগেই। জিম্বাবুয়ের পেসার লুক জংউইয়ের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বল ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে গ্রায়েম ক্রেমারকে ক্যাচ দিয়ে ০ রানে বিদায় নেন লিটন। বাংলাদেশ দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন। জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), চামু চিবাবা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ক্রেইগ এরভান, সিয়ান উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জং, গ্রেমি ক্রিমার, তিনাশি পেনিয়াংগারা, তাউরি মুজারাবানি ও ম্যালকম ওয়াল্টার। ৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে