দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারলেন না মাহমুদুল্লাহ
স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমেই ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশি ওপেনার লিটন দাস। মাত্র ৬ বল খেলে ০ রান নিয়ে সাজ ঘরে ফিরেন তিনি। প্রথমবারের মত আন্তর্জাতিক ম্যাচে ওপেনিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দিলেন লিটন।
এরপর তামিম ইকবালের সহযোদ্ধা হয়ে মাঠে নামেন মাহমুদুল্লাহ। দু’জন মিলে চেষ্টায় ছিলেন দলকে কিছুটা বিপদসীমা থেকেউদ্ধার করতে। কিন্তু দলীয় ৩০ রান তুলতেই লিটন দাসের দেখানো পথে পা বাড়ান রিয়াদও। ব্যক্তিগত ৯ রানেই মাঠ ছাড়েন তিনি। তার উইকেটের শিকারী ছিলেন তিনাশি পেনিয়াংগারার।
দুপুর ২টা ১২ এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭ ওভার শেষে ৬২ রান। তামিম ইকবাল ২৭ও মুশফিক ২৪ রান নিয়ে ব্যাট করছেন।
বাংলাদেশ দল :
মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন।
জিম্বাবুয়ে দল :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), চামু চিবাবা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ক্রেইগ এরভান, সিয়ান উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জং, গ্রেমি ক্রিমার, তিনাশি পেনিয়াংগারা, তাউরি মুজারাবানি ও ম্যালকম ওয়াল্টার।
৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর